সাহেবি আমল। বাজারে গেলেই কালো চামড়ার নেটিভদের সঙ্গে গা ঘষাঘষি করতে হয়। ইংরেজ শাসকের তাই নিজেদের বাজার চাই। ভাবনা মতো কাজ। ১৮৭৪-এর পয়লা জানুয়ারি ঝাঁপ খোলে নিউ মার্কেট। সেই হগ সাহেবের বাজার নিয়েই ভয়। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে নিউ মার্কেট। কেন এই হাল? ১৫০ বছরের ইতিহাস বাঁচাতে কী ভাবছে কলকাতা পুরসভা?