১২০ দিন পার। বিচারের অপেক্ষায় আরজি কর। তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় মামলা চলছে শিয়ালদহ আদালতে। তদন্তের খুঁটিনাটি নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টেও। এই পরিস্থিতিতে বিচার পেল জয়নগর। ৬২ দিনের মাথায় সাজা পেল অপরাধী মোস্তাকিন সর্দার। জয়নগরের ঘটনায় এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “৪ অক্টোবর জয়নগরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ৬২ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে বারুইপুর পকসো আদালাত। এই ধরনের অপরাধে দু’মাসের মধ্যে সর্বোচ্চ সাজা ঘোষণা রাজ্যের ইতিহাসে বেনজির। রাজ্যের পুলিশ এবং যারা এই প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত, তাঁদের প্রত্যেককে সাধুবাদ। নারী নির্যাতনের মতো অপরাধ বরদাস্ত করা হবে না। রাজ্যে কেউ বিচার থেকে বঞ্চিত হবেন না।”