Lord Jagannath

ভরি ভরি সোনা, লক্ষ লক্ষ মোহর, কেজি কেজি রুপো! কী আছে জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারে?

রবিবার বেলা ১টা বেজে ২৮ মিনিটে খোলা হল রত্নভান্ডারের দরজার তালা। সময় লাগল ৩ ঘণ্টা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২২:১৩
Advertisement

৪৬ বছর পর খুলল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার। পুরীর জগন্নাথ মন্দিরের এই রত্নভান্ডার দুই কক্ষে বিভক্ত। একটি বাইরের এবং আরেকটি ভিতরের। বহির্ভান্ডারের যাবতীয় জিনিস অস্থায়ী জায়গায় স্থানান্তরিত হয়েছে। আর ভিতর ভান্ডারের তালা ভেঙে রত্ন রহস্য উদ্ধার হলেও সেখান থেকে একটি জিনিসও সরানো হয়নি। বরং নতুন তালা লাগিয়ে সেটা সিল করে আবার কোষাগারে চাবি দিয়ে দেওয়া হয়েছে। কী কী আছে এই রত্ন ভান্ডারে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement