সত্যরঞ্জন দলুই। চাষির ছেলে, অর্থাভাবে মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই সুন্দরবন থেকে কলকাতায় আসতে হয় কাজের খোঁজে। ২২ বছর একটি সংস্থায় কাজ করেছেন। এরপর ২০১০-এ জগৎ মুখার্জি পার্কের নিরাপত্তারক্ষী হিসাবে কাজ শুরু করেন। বাড়ি ছাড়লেও ভুলে যাননি শিকড়ের টান। শহরের ফাঁকা পার্কে বই আর বাগানের প্রতি ভালবাসায় তিলে-তিলে গড়ে তুললেন গ্রন্থাগার। গত ১৪ বছর ধরে রমরমিয়ে চলছে জগৎ মুখার্জি পার্কের উদ্যান লাইব্রেরি।