Studio Ghibli

সুনামির মতো আছড়ে পড়ছে জিবলি ছবি, শিল্পীর মেধা ‘চুরি’ করে শিরোনামে কৃত্রিম মেধা

স্যাম অল্টম্যান বাধ্য হয়ে এক্সে পোস্ট করেছেন, ‘এবার একটু রেহাই দিন। কর্মীদের ঘুমোতে দিন।’

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৩:২২
Advertisement

চার সেকেন্ডের চিত্রনাট্য। হাতে ছবি এঁকে সেই দৃশ্য তৈরি করতে সময় লাগে এক বছর তিন মাস।

Advertisement

পরিচালক হায়াও মিয়াজ়াকির কড়া নির্দেশ— ছবি আঁকতে কোনও কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা যাবে না।

‘ওয়াল্ট ডিজ়নি’ যেমন। ‘পিক্সার’ বা ‘ড্রিমওয়ার্কস’ যেমন। তেমনই ‘জিবলি স্টুডিয়ো’। অ্যানিমে দুনিয়ার সিন্দবাদ নাবিক। আশ্চর্য প্রদীপও বলা যেতে পারে। যে প্রদীপ স্পর্শ করলেই খুলে যায় রূপকথার জগৎ। কল্পনার দিগন্ত দেখা যায়। জাপানের হায়াও মিয়াজ়াকি অ্যানিমেশন ছবির মাধ্যমে আমাদের সেই কল্পনার জগৎ উপহার দেন। তাঁরই তৈরি করা স্টুডিয়োর নাম জিবলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement