আন্দোলনের শুরু ফেব্রুয়ারি মাসে, যখন কেরল আশা হেলথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সচিবালয়ের সামনে ধর্না শুরু করে। বর্তমানে কেরলের ২৬,১২৫ জন আশা কর্মী প্রতি মাসে ৭,০০০ টাকা সাম্মানিক পান, অর্থাৎ দিন প্রতি ২৩৩ টাকা। এই টাকা রাজ্য সরকার প্রদান করে। কিন্তু তাদের অভিযোগ, এই টাকার পরিমাণ অপ্রতুল, শর্তযুক্ত এবং অনিয়মিত। তাঁরা দাবি করছেন, তাঁদের সাম্মানিক ২১০০০ টাকা করা হোক, সেই সঙ্গে অবসরকালীন সুবিধা হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়া হোক। তাঁদের আরও দাবি, কাজের স্থায়ীত্ব। আন্দোলনের ৫২ দিনের মাথায় অবশেষে আশা কর্মীদের আলোচনায় বসার আমন্ত্রণ জানাল কেরল সরকার।