Metro Rail

গঙ্গার নীচে প্রথম মেট্রো-সফর, রাত দু’টো থেকে টিকিটের জন্য ভিড়, লাইনে বিহারের বাসিন্দাও

সর্বসাধারণের জন্য খুলে গেল গঙ্গার নীচের মেট্রো। সকাল সাতটার ট্রেনেই থিকথিকে ভিড়।

প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৪ ১৪:০৯
Advertisement

রাত দু’টো থেকে লাইন হাওড়া ময়দানের মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে। শুক্রবার থেকেই সাধারণ যাত্রীদের জন্য গঙ্গার নীচের মেট্রো চালু হল। গঙ্গাগর্ভের সুড়ঙ্গে নীল আলো দেখতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী সকাল ৭টার মেট্রোতে থিকথিকে ভিড়। শুধু শহর বা জেলা থেকেই নয়, এ রাজ্যের মেট্রোর মুকুটের নতুন পালক চাক্ষুষ করতে যাত্রী এলেন পড়শি রাজ্য বিহার থেকেও।

Advertisement

গত ৬ মার্চ গঙ্গার নীচের মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের আরও দু’টি মেট্রো রুটেরও উদ্বোধন করেন তিনি। তার মধ্যে ছিল জোকা-তারাতলা এবং নিউ গড়িয়া-রুবি মেট্রো। তবে শহরের বাকি দু’টি মেট্রো পথের তুলনায় এসপ্ল্যানেড-হাওড়া ময়দান— এই ৪.৮ কিলোমিটার দূরত্বের রুট নিয়েই যাত্রীদের মধ্যে উৎসাহ অনেক বেশি। এর মধ্যে গঙ্গার নীচের সুড়ঙ্গপথের দৈর্ঘ্য ৫২০ মিটার, যা অতিক্রম করতে সময় লাগছে ৪৫ সেকেন্ড। গোটা সুড়ঙ্গপথেই রয়েছে নীল আলোর ব্যবস্থা। ওই আলো দেখেই যাত্রীরা বুঝতে পারবেন যে ট্রেন গঙ্গার নীচ দিয়ে চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement