হুগলির বিদায়ী সাংসদ নাকি এ বার বীরভূম থেকে লড়তে চেয়েছিলেন? নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মুখ হিসেবে দেখেন? গত বিধানসভায় নিজের কেন্দ্রে হারের মূল্যায়ন করেছেন? ফেলে আসা অভিনেত্রী-জীবনের কথা মনে পড়ে? রচনা ও ধোঁয়া থেকে উত্তরাখণ্ডের ‘সহ-প্রভারী’ জীবন— আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানার ‘মুখোমুখি’ লকেট চট্টোপাধ্যায়।