শহরে এলেই একলা বেরিয়ে পড়েন কলকাতার রাস্তায়। অলিগলি ঘুরে খুঁজে বের করেন নতুন নতুন ফুড জয়েন্ট। এই শহরের টানে বার বার ছুটে আসেন 'লভ আজ কাল' খ্যাত পরিচালক। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘মাই মেলবোর্ন’-এর প্রচারে তিনি। ট্রামে চড়ে শহর ঘুরলেন ইমতিয়াজ় আলি, মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিলেন। কলকাতার রাস্তা থেকে ট্রাম যেন তুলে না দেওয়া হয়, সেই অনুরোধ রাখলেন সরকারের কাছে। তাঁর ছবির সাংবাদিক সম্মেলনের আগে শহরের এক ক্যাফেতে আড্ডা জমালেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।