KIFF 2024

রাজনৈতিক ছবি সে দিন তৈরি করব, যে দিন আমি আমার বক্তব্য রাখতে পারব: ইমতিয়াজ় আলি

“আমি বাংলার শিল্পীদের সঙ্গেও কাজ করতে চাই, প্রসেনজিতের সঙ্গে দেখা হয়েছে, ওঁকে আমি চিত্রনাট্য শোনাই মাঝে মাঝেই,” কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শহরে এসে বললেন ইমতিয়াজ় আলি।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৩২
Advertisement

শহরে এলেই একলা বেরিয়ে পড়েন কলকাতার রাস্তায়। অলিগলি ঘুরে খুঁজে বের করেন নতুন নতুন ফুড জয়েন্ট। এই শহরের টানে বার বার ছুটে আসেন 'লভ আজ কাল' খ্যাত পরিচালক। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের ছবি ‘মাই মেলবোর্ন’-এর প্রচারে তিনি। ট্রামে চড়ে শহর ঘুরলেন ইমতিয়াজ় আলি, মাটির ভাঁড়ে চায়ে চুমুক দিলেন। কলকাতার রাস্তা থেকে ট্রাম যেন তুলে না দেওয়া হয়, সেই অনুরোধ রাখলেন সরকারের কাছে। তাঁর ছবির সাংবাদিক সম্মেলনের আগে শহরের এক ক্যাফেতে আড্ডা জমালেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement