NCP Bangladesh

স্বাধীনতা দিবসে মুজিবের নামই উচ্চারণ হল না, নাহিদ বললেন, ‘একাত্তর আর চব্বিশ এক’

একাত্তরের স্বাধীনতা সংগ্রাম আর চব্বিশের জুলাই অভ্যুত্থান, সত্যিই কি এক?

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১২:৪৮
Advertisement

বাংলাদেশ জন্মের সাড়ে পাঁচ দশকে এই প্রথম, স্বাধীনতা দিবস উদযাপনে অন্তরালেই রয়ে গেলেন দেশনায়ক। সরকারি তরফে একবারের জন্যও উচ্চারিত হল না শেখ মুজিবুর রহমানের নাম। ৭ মার্চ, ১৯৭১। ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে জাতির উদ্দেশে শেখ মুজিবুর রহমানের ভাষণ। উদ্যত কণ্ঠে বঙ্গবন্ধুর আহ্বান, ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে, তোমাদের যা আছে তাই নিয়েই শত্রুর মোকাবিলা করতে হবে’— আজকের বাংলাদেশ স্বাধীনতার এই প্রথম ডাক অস্বীকার করলেও আধুনিক বিশ্ব কিন্তু ভুলে যায়নি। দুনিয়া তোলপাড় করা কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সের গ্রক পর্যন্ত বলে দিচ্ছে— মুজিবুর রহমান কেবল একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন না, তিনি আদর্শ এবং অনুপ্রেরণা। দশকের পর দশক তাঁর সক্রিয়তা, ধর্মনিরপেক্ষ ভাবধারা এবং জাতীয়তাবাদ স্বাধীনতার আন্দোলনকে ঐক্যবদ্ধ করেছে। একাত্তরের যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালিকে ঐক্যবদ্ধ করার কৃতিত্ব তাঁকে এনে দিয়েছে ‘জাতির পিতা’ উপাধি। পরবর্তী সময়ে শাসনকালে জটিলতার সম্মুখীন হলেও, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদান সর্বজনীন ভাবে স্বীকৃত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement