Studio Ghibli

মোদী-সচিন থেকে আপনি-আমি, সবাই কেন গা ভাসাচ্ছেন জাপানি অ্যানিমেশন ‘জিবলি’ স্রোতে?

জাপানি অ্যানিমেশন ছবিতে ভরে গিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম। ফেলুদা থেকে বিরাট কোহলি, সত্যজিৎ রায় থেকে সচিন তেন্ডুলকর, গব্বর সিংহ থেকে বাবু ভাইয়া— কে নেই সেখানে। ট্রেন্ড করছে ‘হ্যাশট্যাগ জিবলি’।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৯:৩৬
Advertisement

জাপানি অ্যানিমেশন ছবিতে ভরে গিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম। নেপথ্যে চ্যাটজিপিটি। মেসির বিশ্বকাপ জয় থেকে ডিডিএলজের রাজ-সিমরন, ইতিহাসের বিশেষ কোনও মুহূর্ত, কোনও ছবির আইকনিক দৃশ্য— খেলা থেকে সিনেমা, বাদ যাচ্ছে না কিছুই। নেটিজ়েনরাও বাদ নেই। নিজের ছবিও একই জিবলি স্টাইলে বানিয়ে ফেলছেন। জিবলি ছবি তৈরির ঢেউ সুনামি হয়ে আছড়ে পড়েছে চ্যাটজিপিটি-র উপর। অবস্থা সামাল দিতে ছবি তৈরিতে বিধি নিষেধ আরোপ করেন স্যাম অল্টম্যান। ফ্রি-তে আর চ্যাটজিপিটি দিয়ে এই ছবি বানানো যাচ্ছে না। যদিও স্যাম জানিয়েছেল শিগ্‌গির ফ্রি-তে দিনে ৩টে ছবি বানানো যাবে। অবশ্য দুধের সাধ ঘোলে মেটাতে চাইলে রয়েছে ইলন মাস্কের গ্রক এবং গুগলের এআই স্টুডিয়ো। জিবলি স্রোতে কি আপনিও গা ভাসিয়েছেন? বানিয়েছেন না কি এমন ছবি কারও জন্য?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement