আবার বেতন বাড়ল সাংসদদের। সংসদ সভ্যদের মাসিক বেতন ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল ১ লক্ষ ২৪ হাজার টাকা। সোমবার একটি বিবৃতি প্রকাশ করে কেন্দ্র জানিয়েছে, সাংসদদের এই বর্ধিত বেতন কার্যকর হবে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে। ২০১০ সালে মনমোহন সিংহের সরকার সাংসদদের মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করে ৫০,০০০ টাকা। বৃদ্ধির নিরিখে যা এখনও সর্বোচ্চ। ২০১৮ সালে নরেন্দ্র মোদীর সরকার তার উপর আরও ৫০ শতাংশ ‘হাইক’ দেয়। যার সুবাদে, সাংসদদের মাসিক বেতন ৫০ হাজার থেকে এক লাফে পৌঁছায় এক লাখে। ছ’বছরের মধ্যেই বেতন বাড়ল আরও ২৪ শতাংশ।