শহর জুড়ে পোস্টারে সহায়তার আশ্বাস, বিষণ্ণতার প্রচার কি ফায়দা তোলার ছক?
বিজ্ঞাপন মানে চমক। যত বেশি চমক তত বেশি মানুষের আগ্রহ। কিন্তু সে চমক যেন অন্যকে খোরাক তৈরি না করে, মত মনোচিকিৎসকের।
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১৬:১১
Advertisement
ভয়, লজ্জার আগল ভেঙে এখন অনেক মানুষই এগিয়ে আসেন মনের অসুখ নিয়ে কথা বলার জন্য। আবার অনেকে এখনও সেই আগল খুলতে পারেননি। এরই মধ্যে শহর জুড়ে পোস্টার, আর সেখানে দেওয়া নম্বর। বিষণ্ণতাকে খোরাক করে সিনেমার পোস্টার কতখানি যুক্তিযুক্ত?