অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরি হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই মন্দিরের উদ্ঘাটনের এক বছর হতে চলল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর শাবল, গাইতির ধাক্কায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেন করসেবকেরা। গত ৩২ বছরে ফিকে হয়েছে বাবরির স্মৃতি। অযোধ্যার অনেক মুসলমান পরিবারের মতোই সে দিনটা ভুলতে পারেননি ফুলজাহান। এখন হনুমানগড়ির মন্দিরের মিষ্টির দোকানের জন্য বাক্স বানান মুলসমান তরুণী। রামমন্দির উদ্বোধনের পরের দিন আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হন তিনি। জানান ৩২ বছর আগের ঘটনা নিয়ে তাঁর অভিযোগের কথা।