Babri Masjid

৬ ডিসেম্বরের বাবরি হিংসায় মৃত্যু হয়েছে বাবার, এখন হনুমানগড়ির মিষ্টির বাক্স বানান ফুলজাহান

২২ জানুয়ারি রামমন্দির উদ্ঘাটনের পরের দিন আনন্দবাজার অনলাইন কথা বলেছিল অযোধ্যার এক মুসলমান তরুণীর সঙ্গে। ফুলজাহানের অভিযোগ, বাবরি মসজিদ ভাঙার দিনের হিংসায় মারা যান তাঁর বাবা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ২১:০০
Advertisement

অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির তৈরি হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। সেই মন্দিরের উদ্ঘাটনের এক বছর হতে চলল। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর শাবল, গাইতির ধাক্কায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেন করসেবকেরা। গত ৩২ বছরে ফিকে হয়েছে বাবরির স্মৃতি। অযোধ্যার অনেক মুসলমান পরিবারের মতোই সে দিনটা ভুলতে পারেননি ফুলজাহান। এখন হনুমানগড়ির মন্দিরের মিষ্টির দোকানের জন্য বাক্স বানান মুলসমান তরুণী। রামমন্দির উদ্বোধনের পরের দিন আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হন তিনি। জানান ৩২ বছর আগের ঘটনা নিয়ে তাঁর অভিযোগের কথা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement