মাসুদ আজ়হার। ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গিনেতা। রাষ্ট্রপুঞ্জের কাছে ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’। ১৯৯৯ সালে যাঁকে কন্দহর বিমান ছিনতাইয়ে আটক যাত্রীদের ছাড়াতে মুক্তি দেয় ভারত। দীর্ঘ দু’দশক তাঁর কোনও হদিস ছিল না। পাকিস্তানের দাবি, আফগানিস্তানে গা ঢাকা দিয়েছেন জইশ-ই-মহম্মদ প্রধান। সেই মাসুদ ফের প্রকাশ্যে। সম্প্রতি তাঁর পাকিস্তানে ভাষণ দেওয়ার খবরে ক্ষুব্ধ ভারত। কী ভাবে উত্থান মাসুদ আজ়হারের? কন্দহর-কাণ্ডে কী ভাবে মুক্তি পান জইশ-প্রধান? ২৫ বছর আগের সেই ঘটনার মাসুল গুনছে ভারত?