Ajmer Dargah

অজমের শরিফের নীচে সত্যিই ছিল শিবমন্দির! কী দাবি কংগ্রেস নেতার শতবর্ষ পেরনো বইয়ে?

শতবর্ষ প্রাচীন একটি বইকে প্রামাণ্য নথি হিসাবে তুলে ধরে আদালতে মামলা হয়েছে। হিন্দুসেনার দাবি, অজমের শরিফের দরগা আসলে তৈরি হয়েছে শিবমন্দিরের উপর। ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২০:৫১
Advertisement

বিতর্কের কেন্দ্রে এ বার রাজস্থানের অজমের শরিফ দরগা। আটশো বছরের পুরনো ঐতিহাসিক এই দরগাকে শিবমন্দির ঘোষণার দাবি করা হয়েছে। নেপথ্যে হিন্দুসেনা নামে একটি উগ্রহিন্দুত্ববাদী সংগঠন। বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ২০ ডিসেম্বর শুনানি। হিন্দুসেনার হাতিয়ার একটি একশো বছরের পুরনো বই। কে লিখেছেন সেই বইটি? কী লেখা রয়েছে বইয়ের পাতায়?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement