বৃহস্পতিবার জেলবন্দি চিন্ময়কৃষ্ণের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানায় বাংলাদেশের ইসকন। বেশি রাতে আসে নয়া বার্তা। বলা হয়, চিন্ময়কৃষ্ণকে তারা সমর্থন করে। তাঁর সঙ্গে ইসকনের কোনও দূরত্ব নেই। কিন্তু চিন্ময়কৃষ্ণকে সমর্থন করা বা না করা নিয়ে কেন এত বিতর্ক? তাঁকে নাকি ইসকন সাসপেন্ডও করেছিল? সত্যি কী?