Adventure Sports

নিমরত কউরের মতো বরফে অ্যাডেভঞ্চার স্পোর্টসে আগ্রহী? কোথায়, কোন ক্রীড়া বেছে নেবেন?

শীতের মরসুমে শুধু বেড়ানো নয়, উপভোগ করতে পারেন অ্যাডভেঞ্চার স্পোর্টস। গুলমার্গ থেকে মানালি, সোলাং ভ্যালি বরফে ঢেকে গেলে শুরু হয় রকমারি ক্রীড়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ২০:২০
অভিনেত্রী নিমরত  কউর উপভোগ করছেন অ্যাডভেঞ্চার স্পোর্টস।

অভিনেত্রী নিমরত কউর উপভোগ করছেন অ্যাডভেঞ্চার স্পোর্টস। ছবি: ইনস্টাগ্রাম।

বি-টাউনে এখন চর্চায় অভিনেত্রী নিমরত কউর। অভিষেক বচ্চনের সঙ্গে নাম জড়ানোয় নিমরত এখন নেটাগরিকের কাছে খুবই চেনা মুখ। ‘লাঞ্চবক্স’ খ্যাত অভিনেত্রী অবশ্য এখন আলোচনা, সমালোচনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তিনি ব্যস্ত বরফের চাদরে ঢাকা উপত্যকায় অ্যাডভেঞ্চার স্পোর্টসে। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন নিজেই। অবশ্য উহ্য রেখেছেন জায়গার নাম।

Advertisement

তবে চাইলে, এই শীতে বেড়ানোর পাশাপাশি আপনিও বরফের চাদরে হুটোপাটি খেয়ে নিমরতের মতোই উপভোগ করতে পারেন রকমারি ক্রীড়া। কাশ্মীর থেকে হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন ক্ষেত্রগুলি ইতিমধ্যেই বরফে ঢেকেছে। স্কিইং থেকে স্নো রাইডিং— কোনটি করবেন, কোথায়ই বা সেই সুযোগ রয়েছে, জেনে নিন।

স্কিইং: বরফের চাদরে স্কিইং করার জন্য অবশ্য প্রশিক্ষণ প্রয়োজন। জুতোর সঙ্গে যুক্ত থাকে স্কি। হাতে থাকে লাঠির মতো জিনিস। যার সাহায্যে শরীরের ভারসাম্য বজায় রাখতে হয়। বরফের চাদরে স্কিইংয়ের মাধ্যমে অনেক দূর পর্যন্ত সহজে চলে যাওয়া যায়। হিমাচল প্রদেশে মানালি, উত্তরাখণ্ডে আউলি, কাশ্মীরে গুলমার্গ-সহ আরও বেশ কিছু জায়গায় স্কিইং হয়।

কাশ্মীর, হিমাচলে শীতে শুরু হয় স্কিইং। চলে প্রতিযোগিতাও।

কাশ্মীর, হিমাচলে শীতে শুরু হয় স্কিইং। চলে প্রতিযোগিতাও। ছবি: সংগৃহীত।

স্নো বোর্ডিং: এই ধরনের ক্রীড়ায় দুই পা যুক্ত থাকে স্নো বোর্ডে। স্কিইংয়ে যেমন দুই পায়ে আলাদা করে স্কি থাকে, এখানে থাকে একটি চওড়া বোর্ড। তার সাহায্যে শরীর এ-দিক ওদিক হেলিয়ে বরফের মধ্যে দ্রুত যাওয়া যায়। কাশ্মীরে গুলমার্গ, হিমাচল প্রদেশে মানালি, সোলাং ভ্যালি, সেথান-সহ বিভিন্ন জায়গায় শীতের মরসুমে তুষারপাতের পর এই ক্রীড়ার সুযোগ মেলে।

মানালি কিংবা গুলমার্গে গেলে স্নো বোর্ডিং করতে পারেন।

মানালি কিংবা গুলমার্গে গেলে স্নো বোর্ডিং করতে পারেন। ছবি: সংগৃহীত।

স্নো বাইক: নিমরত যেটিতে চেপেছিলেন, সেটি এক ধরনের স্নো বাইক বা বরফে চলা বাইক। স্নো বাইকের পাশাপাশি এটিভি রাইড হয় গুলমার্গ, মানালি, লাদাখ-সহ বহু জায়গাতেই। মূলত বরফের বিভিন্ন ধরনের ক্রীড়া একসঙ্গে উপভোগ করা যায় গুলমার্গ এবং মানালিতে।

স্লেজ়িং: স্লেজে বসে পাহাড়ের উপর থেকে নীচে নামা যায়। স্লেজে বসিয়ে অনেক সময় উপর থেকে ঠেলে দেওয়া হয়, কখনও সঙ্গে সেটি নিয়ন্ত্রণে সহকারী থাকেন। কাশ্মীরের গুলমার্গ, হিমাচলে কুলু, সোলাং ভ্যালি-সহ বিভিন্ন জায়গায় এই ধরনের রোমাঞ্চ উপভোগ করা যায়।

Advertisement
আরও পড়ুন