সেমিফাইনালে সানিয়া। —ফাইল চিত্র
কেরিয়ারের শেষ উইম্বলডন খেলতে নেমেছেন সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। সঙ্গী ক্রোয়েশিয়ার মাতে পাভিচ। চতুর্থ বাছাই জুটিকে হারিয়ে দিলেন তাঁরা। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৫। এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া।
প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে তাঁরা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিরুদ্ধে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা। প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তাঁরা। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে বেগ পেতে হয় ডাবরস্কিদের। সানিয়ারা প্রথম সার্ভের ৭৫ শতাংশ জিতে নেন। দ্বিতীয় সার্ভে জেতেন ৬৫ শতাংশ। পাভিচের শক্তিশালী সার্ভ বিপদে ফেলছিল বিপক্ষকে।
The duo of Sania Mirza and Mate Pavic defeated Natela Dzalamidze and David Vega Hernandez 6-4, 3-6, 7-6 (10-3) in the Round 2 of the Mixed Doubles 👫 event of Wimbledon 2022 🏆
— Khel Now (@KhelNow) July 2, 2022
📸: The Bridge#Tennis 🎾 #Wimbledon 🏆 #SaniaMirza pic.twitter.com/lBn8yEGSoy
সেমিফাইনালে সানিয়ারা খেলবেন সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটির বিরুদ্ধে।