Euro 2020

Euro 2020: ইংরেজ সমর্থকদের হাত থেকে রেহাই পেলেন না ম্যাগুয়েরের বাবাও

ফাইনালের দিন টিকিট ছাড়াই প্রচুর সমর্থক ওয়েম্বলির ভেতরে ঢোকার চেষ্টা করতে গেলে সমস্যা তৈরি হয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ১৬:১১
হ্যারি ম্যাগুয়ের

হ্যারি ম্যাগুয়ের টুইটার

ইউরো কাপের সেমিফাইনালে ডেনমার্ককে হারানোর পর থেকেই বিভিন্ন ঘটনা ঘটিয়ে চলেছেন ইংল্যান্ডের ‘গুন্ডা’ সমর্থকরা। এ বার সেই ঘটনা থেকে রেহাই পেলেন না ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের বাবাও।

ফাইনালের দিন টিকিট ছাড়াই প্রচুর সমর্থক ওয়েম্বলির ভেতরে ঢোকার চেষ্টা করতে গেলে সমস্যা তৈরি হয়। ব্যারিকেড ভেঙে ঢুকতে চেষ্টা করেন তাঁরা। সেই সময়ই ভিড়ের চাপে আহত হন ম্যাগুয়ের বাবা।

এক সাক্ষাৎকারে ক্ষুব্ধ ইংল্যান্ডের ডিফেন্ডার বলেন, ‘‘আমি অনেক ভিডিয়োতে ঘটনাটা দেখেছি। বাড়ির সকলের সঙ্গে কথাও বলেছি। আমার বাবার পাঁজরে চোট লেগেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। ভাগ্যিস ফাইনাল দেখতে আমার বাচ্চারা যায়নি। ভয় পেয়ে যেত এই সমস্ত দেখে।’’

Advertisement


শুধু তাঁর বাবা নন, সমস্যায় পড়েছেন ম্যাগুয়ের এজেন্টও। তিনি বলেন, ‘‘আমার বাবা আর আমার এজেন্ট খুব বেশি চোট পেয়েছেন। তবে বাবা এ ব্যাপারে একেবারেই প্রচার চান না তাই চুপ করে সহ্য করে যাচ্ছেন।’’

এরপর তিনি আরও বলেন, ‘‘আশা করি এরপর থেকে আমরা আরও সতর্ক হয়ে উঠব। বাবা সব সময় আমাদের দলকে সমর্থন করতে মাঠে থাকেন। তবে আমি বাবাকে এর পর থেকে চারপাশ সম্পর্কে আরও বেশি সচেতন হতে বলব। ওইদিন আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।’’

বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে হ্যারি মাগুয়্যের

বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে হ্যারি মাগুয়্যের টুইটার

Advertisement
আরও পড়ুন