একটি বিড়ি সংস্থার প্রধান মুখ মেসি! ছবি: টুইটার থেকে
তিনি আন্তর্জাতিক তারকা। সর্বকালের সেরা ফুটবলারদের একজন। সেই লিয়োনেল মেসি কি না মুর্শিদাবাদের একটি বিড়ি সংস্থার প্রধান মুখ! এমনই ছবি ভাইরাল হল টুইটারে।
বিড়ির প্যাকেটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখ ব্যবহার হয়েছিল আগেই। এ বার এলেন মেসিও। মুর্শিদাবাদের ধুলিয়ান জেলার এক বিড়ি প্রস্তুতকারী সংস্থা তাদের প্যাকেটে ব্যবহার করছে মেসির নাম এবং ছবি। রোনাল্ডো বিড়িও তৈরি হয়েছিল মুর্শিদাবাদে। সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটাগরিক বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’
Messi's first endorsement in India
— Rupin Sharma IPS (@rupin1992) July 13, 2021
☺️☺️☺️☺️☺️ pic.twitter.com/07vh7bTMwC
Argentina football star Messi won the Copa America by his country and immediately got a brand to endorse. "Messi Biri"😜. Great achievement 👍 Enjoy 😁 pic.twitter.com/RaydB0r1DI
— Dipak Pujari (@PujariDipak) July 13, 2021
ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’
এক নেটাগরিক লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’ সত্যি এই দেশেই সম্ভব। ফুটবলপ্রেমী দেশে মেসি, নেমার, রোনাল্ডোরাই সর্বশক্তিমান। বিড়ি বিক্রি বাড়াতে তাই তাঁদের সাহায্যই নিয়েছে সেই সংস্থা।
COPA AMERICA FINAL#ArgentinaVsBrazil
— @Akashtv1Soni (@Akashtv1Soni) July 13, 2021
1-0
After his first major Cup win for Argentina, Lionel #Messi finally gets his first endorsement contract in India..#MessiBiri pic.twitter.com/dMR36mmUM1
Do you endorse this product @TeamMessi pic.twitter.com/k0o30Z9LVy
— Karma Paljor (@Karma_Paljor) July 13, 2021
রবিবার ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ ঘিরে তৈরি হয়েছিল আগ্রহ। মেসি বনাম নেমার লড়াইয়ে যেন দুই ভাগ হয়ে গিয়েছিল বাংলা। সেই আবেগেরই যেন বহিঃপ্রকাশ বিড়ির প্যাকেটে মেসির ছবি।