শেষ চারে যাওয়ার পর লভলিনা। ছবি - টুইটার
চলতি টোকিয়ো অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পর লভলিনা বড়গোহাঁইকে শুভেচ্ছা জানালেন অভিনব বিন্দ্রা। ওয়েল্টারওয়েট বিভাগে দেশের পদক নিশ্চিত করার পর অসমের এই বক্সারকে ধন্যবাদ জানিয়েছেন বিন্দ্রা।
বেজিং অলিম্পিক্সে সোনাজয়ী শুটার টুইটারে লিখেছেন, ‘দারুণ খেলেছো লভলিনা। আর মাত্র দুই ধাপ। সোনা জেতার জন্য ঝাঁপিয়ে পড়ো।’
শুক্রবার চাইনিজ তাইপেইয়ের চেন নিয়েন-চিনকে ৪-১ ব্যবধানে হারিয়ে দেন লভলিনা। হিমা দাস থেকে শুরু করে অর্জুন পুরস্কার জয়ী বক্সার অখিল কুমার, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর সবাই এই বক্সারের প্রশংসায় পঞ্চমুখ।
Super super show by @LovlinaBorgohai ! Two more to go ! #goforgold
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) July 30, 2021
Congratulations @LovlinaBorgohai on your bout and ensuring a medal for India. You’ve made our country proud and your journey to the top has been an inspiration for many. The wishes of the entire nation are with you. #Cheer4India #Tokyo2020 #Boxing pic.twitter.com/KdBC3X4DWS
— Hima (mon jai) (@HimaDas8) July 30, 2021
Lovlina has entered the Semi Finals !
— Anurag Thakur (@ianuragthakur) July 30, 2021
Well done @LovlinaBorgohai, what an amazing news for India to wake up to today!
We’ve been glued to the tv screen watching you in action! https://t.co/s1Tk1BGxV7
হিমা লিখেছেন, ‘লভলিনা তোমার শক্তিশালী পাঞ্চ দেশকে আরও একটা পদক এনে দেবে। তোমার লড়াই ও উত্থান সবার কাছে শিক্ষণীয়। এ ভাবেই দেশকে গর্বিত করে যাও।’
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লিখেছেন, ‘লভলিনা সেমিফাইনালে। গোটা দেশের জন্য দারুণ খবর। বাকি ম্যাচগুলিতেও এমন পাঞ্চ দেখার অপেক্ষায় আছি।’