লভলিনা বরগোহাঁই টুইটার
লভলিনা বরগোহাঁইয়ের পদকজয় নিশ্চিত হতেই উৎসবে মাতলেন তাঁর প্রতিবেশীরা। অসমের গোলাঘাট জেলার সারুপাথর গ্রামে লভলিনার ছবি নিয়ে উৎসব করতে দেখা গেল যুবকদের। শুক্রবার সকালেই ওয়েল্টারওয়েট বিভাগে চাইনিজ তাইপেইয়ের এনসি চেনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান ভারতের বক্সার।
ব্রোঞ্জ পদক নিশ্চিত হলেও এখানেই থামতে চান না লভলিনা। তাঁর লক্ষ্য ভারতকে সোনা এনে দেওয়া। কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ চেনকে প্রায় দাঁড়াতে দেননি লভলিনা। মীরাবাই চানুর রুপো জয়ের পর লভলিনা আরও এক পদক নিশ্চিত করলেন ভারতের জন্য।
বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে হারতে হয়েছে মেরি কমকে। বিচারকদের বিচার পদ্ধতি নিয়ে যদিও প্রশ্ন তুলেছেন ভারতের কিংবদন্তি বক্সার। তবে ভারতবাসীকে নিরাশ করেননি লভলিনা। পদক নিশ্চিত করে এবার ফাইনালে ওঠার লক্ষ্যে বুধবার তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে নামবেন তিনি।
#WATCH | Assam: Villagers and neighbours of boxer Lovlina Borgohain in Sarupathar, Golaghat were seen celebrating her victory in the Boxing, Women's Welterweight (64-69kg), Quarterfinal 2 in #TokyoOlympics pic.twitter.com/56WuNdp841
— ANI (@ANI) July 30, 2021