NCERT Recruitment 2024

দিল্লির কেন্দ্রীয় প্রতিষ্ঠানে কর্মখালি, ২৩ জনকে নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

জুনিয়র প্রজেক্ট ফেলো পদে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তরা প্রতি মাসে ৩৭,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৪:০১
National Council of Educational Research and Training.

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সংস্থায় কর্মখালি। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজির দিল্লির দফতরে জুনিয়র প্রজেক্ট ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ ২৩।

Advertisement

হিসাবশাস্ত্র, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, এডুকেশন, ভূগোল-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের ই-পাবস, ফ্লিপবুকের মতো বিষয় নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

তবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং ব্যাচেলর অফ এডুকেশন (বিএড) বা মাস্টার্স ইন এডুকেশন (এমএড) সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। পদপ্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে।

সংশ্লিষ্ট কাজে চুক্তির ভিত্তিতে ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত নিযুক্তদের বহাল রাখা থাকবে। পদপ্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তাই, আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। পরিবর্তে সরাসরি নয়া দিল্লির দফতরে ৭ নভেম্বর ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন