এ বার পালা মেয়েদের। ছবি: রয়টার্স
গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-৪ গোলে হেরে গেল ভারত।
সময় কমে আসছে। এই সুযোগগুলি কাজে লাগাতেই হবে ভারতকে। তবে পারলেন না গুরজিৎরা। আটকে দিল গ্রেট ব্রিটেন।
এগিয়ে গেল ব্রিটেন। পেনাল্টি কর্নার থেকে গোল করল তারা।
একের পর এক পেনাল্টি কর্নার পাচ্ছে ব্রিটেন।
শুরুতেই পেনাল্টি কর্নার পেয়েছিল ব্রিটেন। কিন্তু গোল করতে পারেনি তারা। ভারতের রক্ষণ ভাগ রুখে দেয় তাদের।
তৃতীয় কোয়ার্টার শেষে এগিয়ে যাওয়ার সুযোগ ভারতের সামনে। তবে গোল এল না।
দুই দলের গোলরক্ষকই দারুণ ছন্দে। একাধিক গোল বাঁচিয়েছেন তারা।
এ বার গোল করতে পারলেন না গুরজিৎ। লড়াই চলছে ৩-৩ ব্যবধানে।
গোল শোধ করল ব্রিটেন। তবে লড়াই চালিয়ে যাচ্ছে ভারত।
তৃতীয় পেনাল্টি কর্নার পেল ব্রিটেন। তবে এখনও অবধি পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারেনি তারা। এ বারেও আটকে গেল তারা।
দ্বিতীয় কোয়ার্টারে পাঁচ করল দুই দল। প্রথম ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্রিটেন। কিন্তু গুরজিতের জোড়া গোলে ম্যাচে ভারত। দুটো গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। কোয়ার্টার শেষ হওয়ার আগের মুহূর্তে গোল করেন বন্দনা। ব্রোঞ্জ জয়ের ম্যাচে এগিয়ে রয়েছেন রানিরা।
বন্দনার গোলে এগিয়ে গেল ভারত। গত বারের সোনাজয়ী ব্রিটেনের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল তারা।
মুহুর্মুহু আক্রমণ ভারতের। ফাঁকা গোল পেয়েও এক বার ব্যর্থ হয় তারা।
ম্যাচে ফিরে এল ভারত। পর পর দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করলেন গুরজিৎ। ভারতকে ম্যাচে ফেরালেন তিনি।
ম্যাচে ফেরার আশা দেখাচ্ছে ভারত।
পেনাল্টি কর্নার থেকে গোল করলেন গুরজিৎ। একটি গোল শোধ করল ভারত।
ব্রোঞ্জের পথ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন রানিরা। দুই গোলে পিছিয়ে গেলেন তাঁরা।
গোল শোধ করার সুযোগ ভারতের সামনে। কিন্তু কাজে লাগাতে পারল না। পিছিয়েই রইল ভারত।
পিছিয়ে গেল ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল দিল গ্রেট ব্রিটেন।