Today’s Sports Events

মোহনবাগান পরের ম্যাচে পাবে পেত্রাতোসকে? রয়েছে অঘটন ঘটানো মহমেডানের ম্যাচ, আর কী কী

ডার্বির ছ’দিন পর আবার নামছে মোহনবাগান। শুক্রবার বিপক্ষে জামশেদপুর। খেলতে পারবেন পেত্রাতোস? আইএসএলে আজ মহমেডান-চেন্নাইয়িন ম্যাচ। এ ছাড়াও রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ, বিজয় হজারে ট্রফির সেমিফাইনাল, ভারত-আয়ারল্যান্ড মহিলাদের এক দিনের ম্যাচ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৬:২৫

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ডার্বির ছ’দিন পর আবার নামছে মোহনবাগান। শুক্রবার তাদের সামেন জামশেদপুর। অ্যাওয়ে ম্যাচে খেলতে যাওয়ার আগে কী বলছেন সবুজ-মেরুন কোচ মোলিনা? খেলতে পারবেন কি পেত্রাতোস? থাকছে মোহনবাগানের সব খবর।

Advertisement

আইএসএলে আজ আবার নামছে মহমেডান। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চেন্নাইয়িন। আগের ম্যাচে বেঙ্গালুরুকে তাদের মাঠে গিয়ে হারিয়ে অঘটন ঘটানো মহমেডান আজ জিততে পারবে? এ ছাড়াও রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের চারটি ম্যাচ, বিজয় হজারে ট্রফির সেমিফাইনাল, ভারত-আয়ারল্যান্ড মহিলাদের এক দিনের ম্যাচ।

মোহনবাগান কি শুক্রবার পাবে পেত্রাতোসকে? প্রস্তুতির সব খবর

আইএসএলে শুক্রবার আবার নামছে মোহনবাগান। গত শনিবার ইস্টবেঙ্গলকে হারানোর পর এটিই মোহনবাগানের প্রথম ম্যাচ। বিপক্ষে জামশেদপুর। খেলা সেখানেই। জামশেদপুর যাওয়ার আগে আজ সবুজ-মেরুন কোচ মোলিনা জানাবেন প্রস্তুতির কথা। জানা যাবে পেত্রাতোসের চোটের অবস্থা। ডার্বিতে নামতে না পারা মোহনবাগান তারকাকে কি শুক্রবার পাবে দল?

আইএসএলে খেলবে গত ম্যাচে অঘটন ঘটানো মহমেডান, জিতলে নিঃশ্বাস ফেলবে ইস্টবেঙ্গলের ঘাড়ে

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আজ আইএসএলে আবার নামছে মহমেডান। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চেন্নাইয়িন। আগের ম্যাচে বেঙ্গালুরুকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছে মহমেডান। এ বারের আইএসএলে এটিই সবচেয়ে বড় অঘটন। ১৫টি ম্যাচ খেলে মাত্র দু’টি ম্যাচ জেতা মহমেডান আজ জিতলে ইস্টবেঙ্গলকে প্রায় ধরে ফেলবে। লাল-হলুদের সঙ্গে সাদা-কালোর পয়েন্টের তফাত হবে মাত্র ১। মহমেডানের পয়েন্ট ১০, ইস্টবেঙ্গলের ১৪। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ, খেলবে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চারটি ম্যাচ। খেলবে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল। তাদের সামনে টটেনহ্যাম। খেলা রাত ১:৩০ থেকে। তার আগে রাত ১টা থেকে রয়েছে লিস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস, এভার্টল-অ্যাস্টন ভিলা, নিউক্যাসল-উলভস ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড, আলকারাজ়, জোকোভিচের খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে আজ আবার খেলতে দেখা যাবে একঝাঁক তারকাকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নামছেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ, তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ়, সপ্তম বাছাই নোভাক জোকোভিচ। তিন জনকেই খেলতে হবে অবাছাই খেলোয়াড়দের সঙ্গে। জোকোভিচের সামনে জেইমে ফারিয়া। আলকারাজ় খেলবেন ইয়োশিহিতো নিশিয়োকার সঙ্গে। জ়েরেভের প্রতিপক্ষ পেদ্রো মার্টিনেজ়। দিনের খেলা শুরু ভোর ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

বিজয় হজারে ট্রফির সেমিফাইনাল, খেলবে বাংলাকে হারানো হরিয়ানা

আজ ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফির প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হরিয়ানা ও কর্নাটক। প্রি-কোয়ার্টার ফাইনালে এই হরিয়ানার কাছে হেরেই ছিটকে গিয়েছিল বাংলা। খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে।

ভারত বনাম আয়ারল্যান্ড মহিলাদের তৃতীয় এক দিনের ম্যাচ

আজ আবার মাঠে নামছেন স্মৃতি মন্ধনা-রিচা ঘোষেরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের শেষ ম্যাচ খেলবে ভারত। প্রথম দু’টি ম্যাচ জিতে সিরিজ় পকেটে পুরে নিয়েছে ভারত। আজ হোয়াইটওয়াশ করার পালা। খেলা শুরু সকাল ১১টা থেকে।

Advertisement
আরও পড়ুন