সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প ফিরলেন চেনা আগ্রাসী ভঙ্গিতে, কোন পথে উত্থান ডনের?
ধনকুবেরের ছেলে। চতুর্থ সন্তানকে নিয়ে আশাবাদী ছিলেন না বাবা। সেই ট্রাম্পই দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট।
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২০:১৩
Advertisement
স্কুলজীবন থেকেই নজরে
এসেছেন। ব্যবসায়ী পরিবারের ছেলে এক সময় বলেন, ‘রাজনীতি নোংরা খেলা’। সেই ডোনাল্ড
ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্টের মসনদে। রিয়্যাল এস্টেটের ব্যবসা থেকে হোয়াইট
হাউস। সিনেমার মতো জীবন। কী ভাবে উত্থান ডনের?