নোভাক জোকোভিচ। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। হারিয়ে দিয়েছেন কার্লোস আলকারাজ়কে। কিন্তু চিন্তা কমছে না জোকোভিচের। এখন তাঁর ভাবনা শারীরিক অবস্থা নিয়ে।
১০ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন জোকোভিচ। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। কিন্তু ৩৭ বছরের জোকোভিচ এখন দু’টি ম্যাচের মাঝে সুস্থ হতে বেশি সময় নিচ্ছেন। যা নিয়ে চিন্তা রয়েছে তাঁর। সেই সঙ্গে চোট রয়েছে কুঁচকিতে। জোকোভিচ বলেন, “২০২৩ সালেও আমার এই চোট ছিল। আমি একটা করে দিন ভেবে এগোতে চাই। এখন দ্রুত সুস্থ হওয়াই আমার লক্ষ্য। চিন্তা রয়েছে। শারীরিক অবস্থা নিয়ে সত্যিই চিন্তা রয়েছে। কিন্তু যদি আমি শারীরিক ভাবে ঠিক থাকি, তা হলে মানসিক ভাবেও ঠিক থাকব।”
অ্যালেক্সান্ডার জ়েরেভ গত বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন। তিনি পর পর দু’বছর সেমিফাইনালে উঠলেন। এ বার তাঁর বিরুদ্ধে খেলতে হবে জোকোভিচকে। তবে ১০ বছর ধরে চেষ্টা করেও এখনও একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জ়েরেভ। তিনিও চোট নিয়ে খেলছেন। জ়েরেভ বলেন, “কঠিন লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করছি। জানি খুব উচ্চপর্যায়ের ম্যাচ হবে। সেটার জন্য আমি তৈরি থাকব।”
জ়েরেভের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না তা জানেন জোকোভিচও। তিনি বলেন, “জ়েরেভ দারুণ ফর্মে রয়েছে। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে নেমেছে ও। আমি ওর খেলা দেখেছি। ওর সঙ্গে অনুশীলনও করেছি। এই ধরনের পরিবেশে খেলতে পছন্দ করে জ়েরেভ। লম্বা সার্ভ করে। হার্ড কোর্টে ও খুব কঠিন প্রতিপক্ষ।”