মহম্মদ শামি। —ফাইল চিত্র।
সাদা বলের ক্রিকেটে ফিরেই ভারত আবার দাপট দেখাতে শুরু করেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ইডেনে ৭ উইকেটে জিতে সেটাই প্রমাণ করলেন সূর্যকুমার যাদবেরা। কিন্তু সেই ম্যাচে মহম্মদ শামিকে খেলানো হয়নি, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, প্রথম ম্যাচের আগে অনুশীলনে শামিকে একটু অস্বস্তিতে দেখা গিয়েছিল। তাঁর পায়ে স্ট্র্যাপ বাঁধা ছিল। টানা দেড় ঘণ্টা বল করার সময় কোনও অস্বস্তি দেখা না গেলেও মাঠ ছাড়ার সময় একটু অস্বস্তিতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও অধিনায়ক সূর্যকুমার ভারতীয় পেসারের চোট নিয়ে কিছু বলেননি। বরং তিনি জানিয়েছেন, কেন ইডেনে বাড়তি স্পিনার খেলানো হয়েছিল।
ম্যাচ শেষে সূর্যকুমার বলেন, “আমরা নিজেদের শক্তি অনুযায়ী দল তৈরি করতে চেয়েছিলাম। দক্ষিণ আফ্রিকাতেও স্পিনার বেশি খেলিয়েছিলাম। নতুন বলে বল করার দায়িত্ব হার্দিক পাণ্ড্য নিয়ে নেয়। ফলে আমরা এক জন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পাই। আর আমাদের তিন জন স্পিনারই দারুণ বল করছে।”
বুধবার ভারতীয় দলে পেসার হিসাবে নেওয়া হয়েছিল শুধু বাঁহাতি আরশদীপ সিংহকে। তাঁর সঙ্গে ছিলেন অলরাউন্ডার হার্দিক এবং নীতীশ কুমার। হার্দিক বল করলেও নীতীশকে বল করানো হয়নি। স্পিন বিভাগ সামলানোর জন্য ছিলেন বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল এবং রবি বিশ্নোই। ভারতের হয়ে আরশদীপ, হার্দিক, অক্ষর দু’টি করে উইকেট নেন। তিনটি উইকেট নেন বরুণ। বিশ্নোই কোনও উইকেট পাননি। ১৩২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। ১২.৫ ওভারে জয়ের রান তুলে নেয় ভারত।