T20 World Cup 2024

টি২০ বিশ্বকাপের পরেই কি আবার অবসর নেবেন আমির এবং ইমাদ? উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্ভাবনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। একটি ম্যাচ বাকি থাকলেও তা থেকে কিছু পাওয়ার নেই বাবর আজ়মদের। সেই ম্যাচের পরেই কি আবার অবসর নেবেন ইমাদ ওয়াসিম এবং মহম্মদ আমির?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২৪ ১২:২৯
Mohammad Amir

মহম্মদ আমির। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। একটি ম্যাচ বাকি থাকলেও তা থেকে কিছু পাওয়ার নেই বাবর আজ়মদের। সেই ম্যাচের পরেই কি আবার অবসর নেবেন ইমাদ ওয়াসিম এবং মহম্মদ আমির?

Advertisement

আগেও অবসর নিয়েছিলেন আমির এবং ইমাদ। কিন্তু বিশ্বকাপের আগে তাঁরা দলে ফেরেন। ১৫ জনের দলে তাঁদের রাখা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। বিশ্বকাপের পর আর তাঁরা খেলবেন কি না তা নিয়েও এ বার তৈরি হল প্রশ্ন। ইমাদ বলেন, “আমাদের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে। তার পর ভাবব আমরা অবসর নিয়ে। সত্যি বলতে পাকিস্তান দলে অনেক পরিবর্তন প্রয়োজন। বোর্ড সে দিকটা দেখবে। নিজেদের জন্য দুটো ম্যাচ হেরেছি আমরা। আয়ারল্যান্ডের ম্যাচের পর আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। চুপি চুপি কোনও কাজ আমি করি না। গত বার অবসর নেওয়ার সময় সকলকে জানিয়েছিলাম। এ বারেও তেমন কিছু হলে সকলকে জানিয়েই সিদ্ধান্ত নেব।”

পাকিস্তান প্রথম ম্যাচ হারে আমেরিকার বিরুদ্ধে। তার পর ভারতের বিরুদ্ধেও হেরে যায় তারা। কানাডা ম্যাচ জিতলেও এখন আর ৪ পয়েন্টের বেশি পাবেন না বাবরেরা। অন্য দিকে ভারত এবং আমেরিকা পাকিস্তানের থেকে বেশি পয়েন্ট পেয়েছে। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল পরের রাউন্ডে যাবে। ফলে শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান।

প্রথম দু’ম্যাচে হারের জন্য নিজেদের দায়ী করলেন ইমাদ। তিনি বলেন, “কোনও এক জন ক্রিকেটারের জন্য আমরা হারিনি। গোটা দল দায়ী হারের জন্য। নিজেদের ভুলেই হেরেছি আমরা। কোনও অজুহাত দিতে চাই না। হার-জিত খেলার অঙ্গ। কিন্তু আমেরিকার বিরুদ্ধে আমাদের জেতা উচিত ছিল। একের পর এক ম্যাচ হারছি আমরা। ক্রিকেট দলগত খেলা, এখানে এক জনের জন্য ম্যাচ হারে না কোনও দল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement