T20 World Cup Celebration

বিশ্বকাপের উপর পা তুলে দিয়েছিলেন অসি ক্রিকেটার, নিজে হাতে ট্রফি মুছে দিলেন রোহিত

এক দিনের বিশ্বকাপের উপর পা তুলে বসেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। সেই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল। কাপ নিয়ে রোহিতদের আচরণ ঠিক উল্টো। সারা ক্ষণ আগলে রাখছেন। যতটা সম্ভব যত্নও করছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ২০:৪২
picture of Rohit Sharma

বিশ্বকাপ নিয়ে রোহিত শর্মা। ছবি: এক্স (টুইটার)।

বিশ্বকাপ জয়ের পর থেকে ট্রফি আগলে রেখেছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যেরা নিজেদের কোলে নিয়ে ঘুরছেন বিশ্বকাপ। প্রতি মুহূর্তে তাঁরা যত্ন করছেন বিশ্বকাপের। অধিনায়ক নিজে চেষ্টা করছেন বিশ্বকাপকে ঝকঝকে রাখার।

Advertisement

দিল্লি বিমানবন্দরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, একটি টেবিলে বিশ্বকাপ রেখে পরিষ্কার করছেন রোহিত। ভেজা ‘টিসু পেপার’ দিয়ে মুছছেন কাপ। গলায় ঝোলা সোনার পদক ধরে রয়েছেন বাঁ হাতে। যাতে না সেটি বিশ্বকাপে লাগে। আর ডান হাত দিয়ে বিশ্বকাপের সব দিক মুছে পরিষ্কার করছেন রোহিত। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ভারতীয় ক্রিকেটারদের ট্রফির প্রতি যত্ন দেখা যাচ্ছে। তবে রোহিতের বিশ্বকাপ পরিষ্কার করার ঘটনা মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের।

এক দিনের বিশ্বকাপ জেতার পর তার উপর পা তুলে বসেছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। সেই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা নানা ভাবে বিষয়টিকে হালকা করার চেষ্টা করলেও বিতর্ক ধামা চাপা দেওয়া সম্ভব হয়নি। কাপ নিয়ে রোহিতদের আচরণ ঠিক উল্টো। বিশ্বকাপকে যথাযথ মর্যাদা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারেরা। সারা ক্ষণ খেয়াল রাখছেন। যতটা যত্ন নেওয়া সম্ভব তাও নিচ্ছেন।

Advertisement
আরও পড়ুন