১৬ ঘণ্টার বিমান যাত্রা। একঘেয়েমি কাটাতে মাঝ আকাশেও বিশ্বকাপ ট্রফি নিয়ে উচ্ছ্বাসে মাতেন ক্রিকেটারেরা। নিজেদের মধ্যে রসিকতা, খুনসুটি করেই রোহিতেরা পাড়ি দিয়েছেন ১৩,৪৫৮ কিলোমিটার পথ।
ছবি: বিসিসিআই।
সকাল ৬:০৭ মিনিটে বিমান দিল্লির মাটি ছোঁয়ার পর বাইরে আসার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন ক্রিকেটারেরা। দরজা খোলার আগেই রোহিতেরা আসন ছেড়ে উঠে পড়েন। অবশেষে দেশে ফেরার স্বস্তি ধরা পড়ে ক্রিকেটারদের মুখে।
ছবি: বিসিসিআই।
যাত্রা শেষে বিমানবন্দরেই কেক কাটেন রোহিত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ কেক খাইয়ে দেন রোহিতকে।
ছবি: পিটিআই।
ভোর থেকে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা। অনেকে পরে ছিলেন জাতীয় দলের জার্সি। ক্রিকেটারদের দেখা মাত্র উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।
ছবি: এএফপি।
দিল্লি বিমানবন্দর থেকে হোটেলে যান ক্রিকেটারেরা। রোহিতদের জন্য নানা আয়োজন ছিল। হোটেলে ঢোকার মুখে রোহিত, সূর্যকুমার যাদবেরা ভাঙড়ার তালে মেতে ওঠেন।
ছবি: এক্স (টুইটার)।
হোটেলে কোহলির সঙ্গে দেখা করতে আসেন তাঁর ভাই এবং পরিবারের অন্য সদস্যেরা। ভাইয়ের গলায় বিশ্বকাপের পদক পরিয়ে দেন কোহলি।
ছবি: এক্স (টুইটার)।
হোটেলে ঢোকার পর নতুন জার্সি দেওয়া হয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগোর উপরে নতুন একটি তারা যোগ হয়েছে। লেখা ‘চ্যাম্পিয়ন’। সঞ্জু স্যামসন নতুন জার্সি সমাজমাধ্যমে পোস্ট করেন।
ছবি: ইনস্টাগ্রাম।
সকাল থেকে হোটেলে রাখা ছিল বিশেষ ভাবে তৈরি কেক। হোটেল থেকে বেরোনোর সময় সেই কেক কেটে আর এক বার বিশ্বজয় উদ্যাপন করেন কোচ রাহুল দ্রাবিড় এবং ক্রিকেটারেরা।
ছবি: এক্স (টুইটার)।
হোটেল থেকে বিশ্বজয়ীরা যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রাতরাশ সারেন প্রধানমন্ত্রী। তাঁর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন কোচ এবং অধিনায়ক।
ছবি: পিটিআই।
বিশ্বজয়ীদের সামনে পেয়ে বিশ্বকাপ নিয়ে নানা কৌতূহল মিটিয়ে নেন প্রধানমন্ত্রী। দলের সকলের সঙ্গে আলাদা করে কথা বলেন মোদী।
ছবি: এক্স (টুইটার)।
প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ক্রিকেটারেরা সোজা বিমানবন্দরে চলে যান। বিশেষ বিমানে তাঁদের মুম্বই নিয়ে যাওয়া হয়।
ছবি: এএফপি।