বিরাট কোহলি। —ফাইল চিত্র।
গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতলেও চিন্তায় রাখছে ভারতের ব্যাটিং। বিশেষ করে ওপেনিং জুটি। বৃহস্পতিবার সুপার ৮-এ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। সেই ম্যাচে রোহিত শর্মাদের প্রথম একাদশে একটি বদল হতে পারে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
১) রোহিত শর্মা— এখনও পর্যন্ত নিজের সেরা ফর্মে খেলতে পারেননি। সুপার ৮-এ ব্যাটে রান চাইবেন রোহিত। আরও এক বার ওপেন করতে দেখা যাবে তাঁকে।
২) ঋষভ পন্থ— চলতি বিশ্বকাপে ভারতের হয়ে ধারাবাহিক ভাবে রান করেছেন। আগেও জাতীয় দলের হয়ে ওপেন করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বিরাট কোহলি যে ভাবে গ্রুপ পর্বে শুরুতে সমস্যায় পড়েছেন তাতে চিন্তায় দল। অনুশীলনে খলিল আহমেদের বল খেলতে সমস্যায় পড়েছেন বিরাট। আফগান দলে বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এখনও পর্যন্ত ১২টি উইকেট নিয়েছেন। তাই তাঁর সামনে শুরুতে কোহলিকে না-ও খেলাতে পারে ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে পন্থকে ওপেন করতে দেখা যেতে পারে।
৩) বিরাট কোহলি— ভারতীয় দলে বিরাটের সবচেয়ে পছন্দের জায়গা। তিন নম্বরে নেমে ২০ ওভার ধরে খেলার ক্ষমতা রাখেন তিনি। দলকে চালান। সেই দায়িত্ব আরও এক বার নিতে হতে পারে তাঁকে।
৪) সূর্যকুমার যাদব— আমেরিকার বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। ভারতের মিডল অর্ডারে বড় ভূমিকা নিতে হবে তাঁকে।
৫) শিবম দুবে— এখনও পর্যন্ত খুব একটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে না তাঁকে। কিন্তু ব্যাটের পাশাপাশি বলটাও করতে পারেন। দলের ভারসাম্যের জন্য আফগানিস্তানের বিরুদ্ধেও তাঁকে খেলানো হতে পারে।
৬) হার্দিক পাণ্ড্য— ব্যাট হাতে তেমন ভাল খেলতে না পারলেও বল হাতে নিজের কাজ করছেন হার্দিক। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি দলের বড় ভরসা।
৭) অক্ষর পটেল— প্রয়োজন পড়লে উপরে ব্যাট করতে নামতে পারেন। পাশাপাশি উইকেটও নিচ্ছেন। তাই তাঁকেও দেখা যেতে পারে প্রথম একাদশে।
৮) কুলদীপ যাদব— রবীন্দ্র জাডেজা একেবারে ফর্মে নেই। রান পাচ্ছেন না। বলও খুব একটা ভাল করতে পারছেন না। ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেটে রিস্ট স্পিনার বড় ভূমিকা নিতে পারেন। তাই জাডেজার বদলে খেলানো হতে পারে কুলদীপকে।
৯) যশপ্রীত বুমরা— ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। চলতি বিশ্বকাপে ফর্মে রয়েছেন। তাঁকে বড় ভূমিকা নিতে হবে আফগানিস্তানের বিরুদ্ধে।
১০) আরশদীপ সিংহ— নতুন বলে ভাল বল করছেন। দলের একমাত্র বাঁহাতি পেসার। আফগানিস্তানের বিরুদ্ধেও নতুন বল নিতে হবে তাঁকে।
১১) মহম্মদ সিরাজ— ভারতের তৃতীয় পেসার হিসাবে খেলতে পারেন সিরাজ। ওয়েস্ট ইন্ডিজ়ের উইকেট থেকে সাহায্য পেতে পারেন তিনি।