T20 World Cup 2024

কীর্তি থেকে এক উইকেট দূরে, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে কোন নজির গড়ার মুখে হার্দিক?

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হার্দিককে দেখা গিয়েছে চেনা ফর্মে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট নিয়েছিলেন। পাকিস্তান ম্যাচে ভারতের সহ-অধিনায়ক গড়তে পারেন নতুন নজির।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ১৮:০৭
picture of Hardik Pandya

হার্দিক পাণ্ড্য। — ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে আর একটি উইকেট চাই হার্দিক পাণ্ড্যর। তা হলেই নতুন নজির তৈরি করবেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। এক সঙ্গে টপকে যাবেন দু’দেশের দুই ক্রিকেটারকে।

Advertisement

এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হার্দিক। এই ছয় ম্যাচে তিনি ১১টি উইকেট নিয়েছেন। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন হার্দিক। রবিবার একটি উইকেট পেলেই একক ভাবে শীর্ষে উঠে আসবেন। গড়বেন নতুন রেকর্ড। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচে ১১টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে ভারতের ভুবনেশ্বর কুমার এবং পাকিস্তানের উমর গুলের। ১২তম উইকেটটি পেলে হার্দিক এক সঙ্গে টপকে যাবেন ভুবনেশ্বর এবং গুলকে। গুল ৬টি এবং ভুবনেশ্বর ৭টি ম্যাচ খেলে ১১টি উইকেট পেয়েছেন। তাঁদের পর রয়েছেন দুই ভারতীয়। ইরফান পাঠান এবং আরশদীপ সিংহ ৩টি করে ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬টি করে উইকেট নিয়েছেন।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে ভাল পারফর্ম করতে পারেননি হার্দিক। তাঁর দলও শেষ করেছে সবার শেষ স্থানে। সমালোচনা কর হয়নি বরোদার অলরাউন্ডারের। তার পরেই প্রকাশ্যে আসে হার্দিকের বিবাহ-বিচ্ছেদের সম্ভাবনার খবর। তবু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁকে দেখা গিয়েছে চেনা ফর্মে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন। রোহিত শর্মার দলের সফলতম বোলার ছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন