T20 World Cup 2024

বৃষ্টিতে কি ভিজবে ভারত-পাকিস্তান লড়াই? ম্যাচের সময়ে নিউ ইয়র্কের আবহাওয়া কেমন থাকবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কি জল ঢালবে বৃষ্টি? নিউ ইয়র্কের আবহাওয়ার পূর্বাভাসের দিকে চোখ রাখছেন দু’দলের ক্রিকেটারেরা। বৃষ্টি সমস্যা তৈরি করতে পারে দু’দলের জন্যই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২৪ ১৪:৪০
Picture of T20 World Cup 2024

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। ছবি: এক্স (টুইটার)।

পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের রাস্তা মসৃণ করে নিতে চান রোহিত শর্মারা। অন্য দিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভারতকে হারাতেই হবে বাবর আজ়মদের। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদে কি জল ঢালতে পারে বৃষ্টি?

Advertisement

আমেরিকার আবহবিদেরা সুখবর দিতে পারেননি ভারত এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের জন্য। রবিবার নিউ ইয়র্কে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা। বিকালের পর বৃষ্টি হলে ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করতে সমস্যা হবে না। তবে সকালের দিকে বৃষ্টি হলে সমস্যা হতে পারে। কারণ স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০.৩০ মিনিটে শুরু হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল থেকেই মেঘলা থাকবে নিউ ইয়র্কের আকাশ। তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। নিউ ইয়র্কে সকাল ১০টার সময় বৃষ্টির সম্ভাবনা ১৫ শতাংশ। তবে এর পর ক্রমশ বৃদ্ধি পাবে বৃষ্টির সম্ভাবনা। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সকাল ১১টা নাগাদ নিউ ইয়র্কে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা ৫১ শতাংশ। এ সময় তাপ মাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দুপুর ১২টায় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ। দুপুর ১টায় বৃষ্টির সম্ভাবনা ৩৬ শতাংশ। দুপুর ২টো থেকে বিকাল ৪টে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশ। তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্য নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বৃষ্টি হতে পারে নিউ ইয়র্কে। ফলে বিঘ্নিত হতে পারে রোহিত-বাবরদের ব্যাট-বলের লড়াই। বৃষ্টির জন্য খেলা বাতিল হলে আরও সমস্যায় পড়বে পাকিস্তান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement