Joydeep Karmakar

একই প্রতিযোগিতায় নামছেন বাঙালি দম্পতি, পুত্র! জাতীয় চ্যাম্পিয়নশিপে সপরিবার অলিম্পিয়ান

শুটিংয়ের জাতীয় প্রতিযোগিতায় একসঙ্গে দেখা যাবে পুরো পরিবারকে। পুত্র আদ্রিয়ান ও স্ত্রী রাধিকার সঙ্গে এ বারের প্রতিযোগিতায় নামছেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৯
sports

পুত্র আদ্রিয়ানের (মাঝে) সঙ্গে রাধিকা (বাঁ দিকে) ও জয়দীপ কর্মকার। ছবি: সংগৃহীত।

২০১৫ সালে শেষ বার কোনও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জয়দীপ কর্মকার। তার পর থেকে কোচিংয়েই বেশি দেখা গিয়েছে তাঁকে। ভারতের শুটিং দলের কোচের দায়িত্বও সামলেছেন। সেই জয়দীপ আবার খেলতে নামছেন। শুটিংয়ের জাতীয় প্রতিযোগিতায় একসঙ্গে দেখা যাবে পুরো পরিবারকে। পুত্র আদ্রিয়ান ও স্ত্রী রাধিকার সঙ্গে এ বারের প্রতিযোগিতায় নামছেন অলিম্পিয়ান জয়দীপ।

Advertisement

ভারতের শুটিংয়ে উঠতি তারকা আদ্রিয়ান। তিনি খেলবেন পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পজিশনসে। কোচিংয়ে আসার আগে জয়দীপ খেলতেন ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে। এই ইভেন্টেই অল্পের জন্য অলিম্পিক্স পদক হাতছাড়া হয়েছিল তাঁর। সেই ইভেন্টেই আরও এক বার দেখা যাবে জয়দীপকে। রাধিকা নামবেন ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে। অর্থাৎ, আদ্রিয়ান ও জয়দীপের ইভেন্ট মধ্যপ্রদেশে হলেও রাধিকাকে খেলতে হবে দিল্লিতে।

কেন হঠাৎ ন’বছর পর আবার শুটিংয়ে ফেরার ইচ্ছা হল তাঁর? জয়দীপ বলেন, “আমি ২০২২ সালে ভারতীয় শুটিং দলের প্রধান কোচ হওয়ার পরে সিদ্ধান্ত নিই যে অবসর নেব। আমি সেই কথা রাখতে চাই। সেই কারণেই মাস্টার্স ক্যাটেগরিতে নামছি আমি।” শুটিংয়ের এত অভিজ্ঞতা থাকার পরেও একটু হলেও চিন্তা রয়েছে জয়দীপের। কারণ, দীর্ঘ দিন তিনি কোনও প্রতিযোগিতায় নামেননি। জয়দীপ বলেন, “আমাদের অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু অনেক দিন কোনও প্রতিযোগিতায় নামিনি। তাই শুটিংয়ের সূক্ষ্ম বিষয়গুলো মাথা থেকে বেরিয়ে যেতে পারে। সেগুলো একটু ঝালিয়ে নিতে হবে।”

বাড়িতে থাকলে পুত্রের সঙ্গে শুটিং নিয়ে খুব বেশি আলোচনা করেন না জয়দীপ। তিনি চান, আদ্রিয়ান নিজের মতো করে এগিয়ে যাক। বাঙালি শুটার বলেন, “আমাদের বাড়িতে খুব সাধারণ কথা হয়। আমি দেখেছি, খুব ছোট থেকে আদ্রিয়ান শুটিং নিয়ে সিরিয়াস। ও নিজেই নিজের লক্ষ্য ঠিক করে। আমি চাই না ওর উপর আলাদা করে কোনও বোঝা চাপিয়ে দিতে। প্রয়োজন হলে আদ্রিয়ানকে সাহায্য করি। কিন্তু আমি চাই ও নিজের মতো এগিয়ে যাক।” এখন দিল্লিতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় (সাই) অনুশীলন করে আদ্রিয়ান।

রাধিকাও রাজ্য স্তরে রাইফেলে পদক জেতার পর বিরতিতে চলে গিয়েছিলেন। আবার তিনি শুরু করছেন। জাতীয় প্রতিযোগিতায় সুযোগ করে নিয়ে রাধিকা বুঝিয়ে দিয়েছেন, এখনও তাঁর প্রতিভায় ধুলো জমেনি। তিনিও জয়দীপের মতো মাস্টার্স ক্যাটেগরিতে খেলবেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে জাতীয় প্রতিযোগিতা। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেখানেই সপরিবার দেখা যাবে অলিম্পিয়ানকে।

Advertisement
আরও পড়ুন