Novak Djokovic

টেনিসের ইতিহাসে রেকর্ড জোকোভিচের, টপকে গেলেন ফেডেরারকে

মায়ামি ওপেনে নতুন রেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসাবে কোনও এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন তিনি। টপকে গিয়েছেন রজার ফেডেরারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৭:৫৩
sports

উল্লাস জোকোভিচের। ছবি: রয়টার্স।

মায়ামি ওপেনে নতুন রেকর্ড গড়লেন নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসাবে কোনও এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন তিনি। ৩৭ বছর ১০ মাস বয়সে এই কীর্তি স্থাপন করেছেন জোকোভিচ। টপকে গিয়েছেন রজার ফেডেরারকে। ২০১৯ সালে ৩৭ বছর সাত মাস বয়সে ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন ফেডেরার।

Advertisement

বৃহস্পতিবার রাতে সেবাস্তিয়ান কোরদাকে ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন জোকোভিচ। জয়ের পর জোরে চিৎকার করতে থাকেন সার্বিয়ার খেলোয়াড়। গ্যালারি থেকে তাঁর কোচ অ্যান্ডি মারেও আবেগ সামলে রাখতে পারেননি। ১০০তম এটিপি ট্যুর খেতাব থেকে জোকোভিচ আর দু’টি জয় দূরে।

ম্যাচের পর বলেছেন, “গোটা প্রতিযোগিতাতেই দারুণ সার্ভ করছি। তবে আজকের ম্যাচে দ্বিতীয় সেটে বেশি ভাল সার্ভ করেছি। টাইব্রেকারে দুটো পয়েন্টই বিজয়ী ঠিক করে দিয়েছে। সেমিফাইনালে গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে খেলবেন জোকোভিচ।

এ দিকে, মহিলাদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর ইগা শিয়নটেককে হারিয়ে চমকে দিয়েছিলেন উঠতি প্রতিভা আলেকজ়ান্দ্রা এয়ালা। তাঁর দৌড় শেষ। সেমিফাইনালে জেসিকা পেগুলা তাঁকে ৭-৬, ৫-৭, ৬-৩ গেমে হারিয়েছেন।

Advertisement
আরও পড়ুন