রবিচন্দ্রন অশ্বিন। —ফাইল চিত্র।
আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে প্রচুর ধরনের পুরস্কার দেওয়া হয়। যা নিয়ে খুশি নন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে দুই দল মিলিয়ে প্রায় ৫০ শতাংশ ক্রিকেটার পুরস্কার পান। যদিও বোলারদের জন্য তেমন কোনও পুরস্কার নেই বলে ক্ষুব্ধ অশ্বিন।
চেন্নাই সুপার কিংসের হয়ে এ বারের আইপিএল খেলছেন অশ্বিন। সেই প্রতিযোগিতার পুরস্কার তালিকা নিয়ে খুশি হতে পারছেন না তিনি। অশ্বিন বলেন, “আইপিএলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্তত ১০ জনকে পুরস্কৃত করা হয়। দুই দল মিলিয়ে প্রায় ৫০ শতাংশ ক্রিকেটার পুরস্কার পায়। কিন্তু কেউ যদি ম্যাচে ভাল বল করে, এক ওভার ভাল বল করে, তাদের কোনও পুরস্কার দেওয়া হয় না।”
আইপিএলের সব পুরস্কার ব্যাটারদের জন্য বলেই মনে করেন অশ্বিন। তিনি বলেন, “সুপার স্ট্রাইকার, সুপার ফোর, সুপার সিক্স, সব আছে। কিন্তু সুপার বল নেই। এক সময় দ্রুততম বলের পুরস্কার ছিল। সেই বলে বোলার ছক্কা খেলেও পুরস্কার পেত।”
শুক্রবার চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেনে জিতেছিল বেঙ্গালুরু। চেন্নাই নিজেদের ঘরের মাঠে হারিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্সকে।