Neeraj Chopra

Neeraj Chopra: একের পর এক সাফল্যেও পা মাটিতেই, প্রবীণ অনুরাগীর পায়ে হাত নীরজের

মাথা ঘুরিয়ে দেয়নি সাফল্য। প্রবীণ অনুরাগীর ছবি তোলার আবদার মেটানোর পর পায়ে হাত দিয়ে প্রমাণ করলেন নীরজ। তাঁর ব্যবহারে মুগ্ধ সকলেই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ২১:২২
নীরজের ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা।

নীরজের ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। ফাইল ছবি।

অলিম্পিক্স অ্যাথলেটিক্স থেকে ভারতকে প্রথম সোনার পদক দিয়েছেন। একের পর এক প্রতিযোগিতায় নিজের তথা ভারতের রেকর্ড উন্নত করছেন। সাফল্য ধরা দিতে থাকলেও মাটিতেই পা রয়েছে নীরজ চোপড়ার।

অ্যাথলেটিক্স জীবনে প্রথম বার ডায়মন্ড লিগে পদক জিতেছেন। স্টকহোমের প্রতিযোগিতায় জ্যাভলিন ছুড়েছেন রেকর্ড দূরত্বে। যদিও নিজের লক্ষ্য ৯০ মিটারের মাইল ফলক স্পর্শ করতে পারেননি। একের পর এক দুরন্ত সাফল্যও যে মাথা ঘুরিয়ে দেয়নি তা বুঝিয়ে দিলেন নীরজ। বুঝিয়ে দিলেন তিনি অনেকের মতো তারকাসুলভ মানসিকতা নিয়ে চলেন না।

Advertisement

স্টকহোমে পদক জয়ের পর নীরজের সঙ্গে দেখা করতে আসেন কয়েক জন অনুরাগী। সেই সময় গাড়িতে উঠতে যাচ্ছিলেন নীরজ। তাঁদের অনুরোধে দাঁড়িয়ে যান। তাঁরা ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের সঙ্গে ছবি তোলেন। আগামী প্রতিযোগিতাগুলির জন্য শুভেচ্ছা জানান। অনুরাগীদের মধ্যে ছিলেন এক প্রবীণ অনাবাসী ভারতীয়। ছবি তোলার পর নীরজ তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। ঠিক যেন পাশের বাড়ির ছেলে বা দীর্ঘ দিনের পরিচিত কেউ। নীরজের এমন ব্যবহারে মুগ্ধ সকলেই।

২৪ বছরের অ্যাথলিটের প্রবীণ অনুরাগীকে প্রণাম করার ভিডিয়ো ছড়িয়েছে নেটমাধ্যমে। সকলেই নীরজের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, মাটিতে পা রেখে এ ভাবে চলতে পারলে আরও সাফল্য অপেক্ষা করছে নীরজের জন্য।

Advertisement
আরও পড়ুন