এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অনবদ্য ছন্দে রয়েছে ভারতীয় দল। ছবি: টুইটার।
৫৬ মিনিটে অনবদ্য গোল করলেন আকাশদীপ সিংহ, ৪-৩ গোলে এগিয়ে গেল ভারত।
৫৪ মিনিটে পেনাল্টি কর্নার ভারতের। গোল করতে ব্যর্থ হরমনপ্রীতেরা।
৪৫ মিনিটে সমতা ফেরাল ভারত। তৃতীয় গেল করলেন গুরজান সিংহ। তৃতীয় কোয়ার্টারের শেষে ফল ৩-৩।
৪৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করলেন হরমনপ্রীত। ভারত পিছিয়ে ২-৩ গোলে।
ব্যবধান কমাতে পারলেন না হরমনপ্রীতেরা। ভারত পিছিয়ে ১-৩ গোলে।
২৭ মিনিটে ৩-১ গোলে এগিয়ে গেল মালয়েশিয়া।
পেনাল্টি কর্নার থেকে ১৭ মিনিটে গোল করলেন রাজ়ি রহিম। মালয়েশিয়া এগিয়ে ২-১ গোলে
পর পর দু’টি পেনাল্টি কর্নার পেল ভারত। গোল করতে পারল না ভারত। প্রথম কোয়ার্টার শেষ ১-১ গোলে।
১৪ মিনিটে গোল মালয়েশিয়ার। ফিল্ড গোল করলেন আবু কমল। স্কোর ১-১।
গোল ভারতের। ৮ মিনিটে ভারতের পক্ষে প্রথম গোল যুগরাজ সিংহের।
শুরুতে কিছুটা রক্ষণাত্মক দেখাচ্ছে ভারতীয় দলকে।
হরমনপ্রীতদের খেলা দেখতে এসেছেন ভারতীয় মহিলা হকি দলের সদস্যরা। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।