IPL 2023

আইপিএলের বেগনি টুপির তালিকায় প্রথম দশে ৮ ভারতীয়! দৌড়ে নাইট রাইডার্সের কোন বোলার?

এ বারের আইপিএলে কমলা টুপির লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের টেক্কা দিচ্ছেন ভারতীয়রা। তালিকায় প্রথম ১০ জনের মধ্যে ৮ জন ভারতীয়। তার মধ্যে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বোলারও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৭:২৩
Picture of Purple cap

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত বেগনি টুপির লড়াইয়ে টেক্কা দিচ্ছেন ভারতীয় বোলাররা। —ফাইল চিত্র

এ বারের আইপিএলে ১৮ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত মোট ২৫টি খেলা হয়েছে। প্রতিযোগিতার ১০টি দলই ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত বেগনি টুপির (আইপিএল সব থেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার এই পুরস্কার পান) লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের টেক্কা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তালিকার প্রথম ১০ বোলারের মধ্যে রয়েছেন ৮ ভারতীয়। তার মধ্যে রয়েছেন কেকেআরের বোলারও।

বেগনি টুপির তালিকায় শীর্ষে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহাল। ডানহাতি এই লেগ স্পিনার ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৭ রান দিয়ে ৪ উইকেট।

Advertisement

দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড। ৫ ম্যাচে তিনিও নিয়েছেন ১১ উইকেট। সেরা বোলিং ১৪ রান দিয়ে ৫ উইকেট।

তিন নম্বরেও রয়েছেন এক বিদেশি বোলার। ৫ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন গুজরাত টাইটান্সের স্পিনার রশিদ খান। সেরা বোলিং ৩১ রান দিয়ে ৩ উইকেট। তিন বোলার সমসংখ্যক উইকেট নিলেও ওভারপ্রতি রান দেওয়ার হিসাবে শীর্ষে চহাল।

তালিকায় বাতি সাতটি স্থানেই রয়েছেন ভারতীয় বোলাররা। গুজরাত টাইটান্সের মহম্মদ শামি ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর সেরা বোলিং ২৫ রান দিয়ে ৩ উইকেট।

পঞ্চম স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে। ধোনিদের দলের এই বোলার ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৪৫ রান দিয়ে ৩ উইকেট।

ষষ্ঠ স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার মহম্মদ সিরাজ়। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন বিরাট কোহলিদের দলের পেসার। তাঁর সেরা বোলিং ২২ রান দিয়ে ৩ উইকেট।

লখনউ সুপার জায়ান্টসের স্পিনার রবি বিষ্ণোইও ৫ ম্যাচ ৮ উইকেট নিয়েছেন। ওভারপিছু রান বেশি দেওয়ায় সাত নম্বরে তিনি। ২৮ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা বোলিং।

অষ্টম স্থানে রয়েছেন পঞ্জাব কিংসের বাঁহাতি পেসার আরশদীপ সিংহ। তিনিও ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। আরশদীপের সেরা বোলিং ১৯ রান দিয়ে ৩ উইকেট।

অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা রয়েছেন নবম স্থানে। ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই লেগ স্পিনার। ২২ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা বোলিং।

প্রথমে দশে কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বোলার বরুণ চক্রবর্তী। কেকেআরের এই স্পিনারও ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৫ রান দিয়ে ৪ উইকেট।

Advertisement
আরও পড়ুন