Shreyas Iyer

শেষ ওভারে ম্যাচের নায়ক হর্ষিত, বল দেওয়ার আগে কী বলেছিলেন, জানালেন কেকেআর নেতা শ্রেয়স

ইডেনের হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ের পর সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন শ্রেয়স। আলাদা করে তিন জনের নাম উল্লেখ করেছেন কেকেআর অধিনায়ক। পাশাপাশি, মেনে নিয়েছেন কিছু জায়গায় উন্নতি করত হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৪ ০০:১০
Picture of Shreyas Iyer

শ্রেয়স আয়ার। ছবি: আইপিএল।

রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় ইনিংসে ৯৫ রানের ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও আইপিএলের প্রথম ম্যাচে আবার ব্যর্থ শ্রেয়স আয়ার। তবু খুশি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। দলের জয়ের জন্য কৃতিত্ব দিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হর্ষিত রানাদের। ম্যাচের পর মেনে নিলেন একটা সময় চাপে পড়ে গিয়েছিলেন তিনি।

Advertisement

হায়দরাবাদ সানরাইজার্সের ইনিংসের ১৭তম ওভারের পর কেকেআর শিবির চাপে পড়ে গিয়েছিল মেনে নিয়েছেন শ্রেয়স। ম্যাচের পর তিনি বলেছেন, ‘‘ওদের ১৭ ওভারের পর প্রবল চাপে পড়ে গিয়েছিলাম। সত্যি বলতে, সেই পরিস্থিতিতে ম্যাচের ফল আমাদের পক্ষে নাও আসতে পারত। দু’দলের সামনেই জেতার সুযোগ ছিল। শেষ ওভারের আগে চাপ আরও বেড়ে গিয়েছিল। হর্ষিতকে বল করতে ডাকি। ওকে দেখেই বুঝতে পারছিলাম, চাপে রয়েছে।’’ সে সময় হর্ষিতকে কী পরামর্শ দিয়েছিলেন? শ্রেয়স বলেছেন, ‘‘ওকে বলেছিলাম, ম্যাচ হারলে হারব। তুমি মাথা ঠান্ডা রেখে বল করার চেষ্টা কর। যা হবে পরে দেখা যাবে।’’

শ্রেয়স প্রশংসা করেছেন রাসেল এবং নারাইনের। কেকেআর অধিনায়ক বলেছেন, ‘‘ওদের কথা আলাদা করে কী বলব! দু’জনেরই প্রচুর অভিজ্ঞতা। ওরা কী করতে পারে, প্রথম ম্যাচেই দেখিয়ে দিল। রাসেলের ইনিংসটা অবিশ্বাস্য। বল হাতেও ভাল পারফর্ম করল। নারাইনও খুব ভাল বল করেছে। ওদের মতো ক্রিকেটার দলে থাকার একটা সুবিধা তো আছেই।’’

প্রথম ম্যাচে জয় পাওয়ায় উচ্ছ্বসিত শ্রেয়স। তিনি বলেছেন, ‘‘জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে পারা সব সময় ইতিবাচক। দলের সবাই উৎসাহিত হয়। আত্মবিশ্বাসের আবহ তৈরি হয়। তবে হ্যাঁ, আমাদের কয়েকটা জায়গায় আরও উন্নতি করতে হবে। যেমন দলগত ভাবে আমাদের ফিল্ডিং আরও ভাল হওয়া দরকার।’’

Advertisement
আরও পড়ুন