IPL 2024

শনিবার মুখোমুখি কলকাতা এবং মুম্বই, ম্যাচের দু’দিন আগে অনুশীলনই করতে পারল না দুই দল

এ দিন দুপুর থেকে বৃষ্টি হয়েছে কলকাতায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। দু’টি দলেরই বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ইডেনে অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করে দেয় দুই দলই।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১৫:৫১
Eden Gardens

ইডেন গার্ডেন্স। —ফাইল চিত্র।

ইডেনে শনিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনই করতে পারল না দুই দল। এ দিন দুপুর থেকে বৃষ্টি হয়েছে কলকাতায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। দু’টি দলেরই বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ইডেনে অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করে দেয় দুই দলই।

Advertisement

এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে মুম্বই। কোনও ভাবেই হার্দিক পাণ্ড্যের দল প্লে-অফে উঠতে পারবে না। অন্য দিকে, কলকাতা লিগ শীর্ষে রয়েছে। প্লে-অফের রাস্তা প্রায় পরিষ্কার করে ফেলেছেন শ্রেয়স আয়ারেরা। আর একটি ম্যাচ জিতলেই প্রথম চারে জায়গা পাকা হতে পারে নাইটদের। এমন অবস্থায় দুই দলের প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি।

কলকাতার কিছু অংশে বৃহস্পতিবার দুপুরে শিলাবৃষ্টি হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা-সহ আশপাশের জেলাতেও বৃষ্টি হয়েছে। তবে কলকাতার সব জায়গায় একসঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির হওয়ার কথা। বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, এই সপ্তাহে বৃষ্টি চলবে। আপাতত আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবারই ইডেনে কলকাতা বনাম মুম্বই ম্যাচ। সেই সময় বৃষ্টি হলে ভেস্তে যেতে পারে খেলা। সে ক্ষেত্রে পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement