MS Dhoni

চেন্নাইয়ে কি আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি? উত্তর দিলেন মাহির বন্ধু

এ বারের আইপিএলে রবিবারই ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনিও কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন? ম্যাচের পর উত্তর দিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২৪ ২২:৩১
cricket

মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার। ছবি: পিটিআই।

এ বারের আইপিএলে রবিবারই ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে সেই ম্যাচে তারা হারিয়েছে পাঁচ উইকেটে। মহেন্দ্র সিংহ ধোনিও কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন? ম্যাচের পর উত্তর দিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুরেশ রায়না।

Advertisement

আইপিএলের এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন রায়না। হঠাৎই প্রাক্তন সতীর্থ তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন রায়নাকে, “তোমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। এটাই কি চিপকে ধোনির শেষ ম্যাচ?” উত্তর দিতে সময় নেননি রায়না। সঙ্গে সঙ্গে বলেন, “একদমই নয়।”

আসলে জল্পনা শুরু হয়েছিল চেন্নাইয়ের একটি পোস্ট থেকে। সমাজমাধ্যমে তারা সমর্থকদের উদ্দেশে লিখেছিল, ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামেই কিছু ক্ষণ অপেক্ষা করতে। অনেকেই ভেবেছিলেন, ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন। কারণ, অনেকেরই ধারণা এ বারের আইপিএলই তাঁর শেষ।

কিন্তু ধোনি সে সব করেননি। সমর্থকদের ভালবাসাকে ধন্যবাদ জানাতেই তাঁদের থাকতে বলেছিল চেন্নাই। ম্যাচের পর দলের সব ক্রিকেটার মাঠ প্রদক্ষিণ করেন। ধোনিও সেখানে ছিলেন। একটি র‌্যাকেট দিয়ে টেনিস বল সমর্থকদের উদ্দেশে ছুড়ে দিতে থাকেন তারা। সেই বল নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।

শুধু তাই নয়, মাঠে ধোনির সঙ্গে দেখা হয়ে যায় রায়নারও। ধোনির অনুরোধে তিনিও র‌্যাকেট দিয়ে কয়েকটি বল দর্শকদের দিকে ছুড়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement