IPL 2023

‘কলকাতা ম্যাচটা জেতেনি…’, হারের পর হঠাৎ দাবি হায়দরাবাদ কোচ ব্রায়ান লারার

প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলেছিল কলকাতা। নীতীশ রানা, রিঙ্কু সিংহের ব্যাটে ভর করে লড়াই করার মতো রান তুলেছিল তারা। হায়দরাবাদ সেই রান তাড়া করতে নেমে থেমে যায় ১৬৬ রানে। ৫ রানে হারে হায়দরাবাদ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১১:২২
kkr

হায়দরাবাদের বিরুদ্ধে ৫ রানে জেতে কলকাতা। —ফাইল চিত্র

জয়ের খুব কাছে এসেও হার সানরাইজার্স হায়দরাবাদের। মাত্র ৫ রানে হেরে যায় তারা। কিন্তু সেই ম্যাচের পর হায়দরাবাদ কোচ ব্রায়ান লারা বলেন যে, কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ জেতেনি। কেন এমন বললেন লারা?

ম্যাচটি জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল হায়দরাবাদ। শেষ ওভারে মাত্র ৯ রান প্রয়োজন ছিল। কিন্তু সেটাই তুলতে পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে নিজেরাই চাপে পড়ে যায়। ম্যাচ শেষে লারা বলেন, “পাওয়ার প্লে-তে একের পর এক উইকেট হারাই আমরা। এটা খুবই খারাপ দিক। আমরা জয়ের খুব কাছে ছিলাম। কলকাতা ম্যাচটা জেতেনি, আমরা ম্যাচটা হেরে গিয়েছি।”

Advertisement

লারা মনে করেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনের উপর বেশি চাপ পড়ে গিয়েছিল। হায়দরাবাদ কোচ বলেন, “জুটি গড়তে হত আমাদের। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে হত। ক্লাসেনের উপর বড় দায়িত্ব ছিল। খুব ভাল ব্যাট করছে ও। পরিশ্রম করছে। কিন্তু ক্লাসেনের আগে আরও পাঁচ জন ক্রিকেটার ব্যাট করতে নামে। প্রতি ম্যাচে ক্লাসেনই ম্যাচ জেতাবে এটা তো ভাবা ঠিক নয়।”

ম্যাচ হারলেও লারা এটা মানতে রাজি নন যে, কলকাতার স্পিন বোলারদের খেলতে ব্যর্থ হয়েছে হায়দরাবাদের ব্যাটাররা। লারা বলেন, “সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীরা বিশ্বমানের বোলার। আমরা স্পিনের বিরুদ্ধে দুর্বল এমনটা নয়। মার্করাম এবং ক্লাসেন জুটি গড়ছিল। সেই সময় আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। কিন্তু খুব দ্রুত ওদের উইকেট দুটো হারিয়েই চাপে পড়ে গেলাম আমরা।”

প্রথমে ব্যাট করে ১৭১ রান তুলেছিল কলকাতা। নীতীশ রানা, রিঙ্কু সিংহের ব্যাটে ভর করে লড়াই করার মতো রান তুলেছিল তারা। হায়দরাবাদ সেই রান তাড়া করতে নেমে থেমে যায় ১৬৬ রানে। ৫ রানে হারে হায়দরাবাদ।

আরও পড়ুন
Advertisement