IPL 2023

হার্দিকদের সামনে বদলার সুযোগ, সঞ্জুদের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান

প্রথম সাক্ষাতে ঘরের মাঠে রাজস্থানের কাছে হারতে হয়েছিল গত বারের চ্যাম্পিয়নদের। শুক্রবার হার্দিকদের সামনে সঞ্জুদের তাঁদের ঘরের মাঠে হারিয়ে বদলা নেওয়ার সুযোগ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ০৯:২৫
picture of IPL 2023

শুক্রবার মুখোমুখি সঞ্জুর রাজস্থান এবং হার্দিকের গুজরাত। ছবি: আইপিএল।

আইপিএলের অন্যতম সেরা দুই দল মুখোমুখি হবে শুক্রবার। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে জয় পেলে পয়েন্ট তালিকায় শীর্ষে চলে আসবেন সঞ্জুরা।

শেষ ম্যাচে দু’দলই হেরেছে। তাই জয়ে ফিরতে মরিয়া থাকবে উভয় পক্ষই। মহম্মদ শামির অনবদ্য পারফরম্যান্সও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জেতাতে পারেনি গুজরাতকে। জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ ওভারে হেরে গিয়েছিলেন হার্দিকরা। ম্যাচের পর হতাশ হার্দিক ক্ষমা চেয়ে নিয়েছিলেন বাংলার জোরে বোলারের কাছে।

Advertisement

অন্য দিকে, সঞ্জুরা ২১২ রান তুলেও শেষ ম্যাচ হেরে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। ট্রেন্ট বোল্ট, জেসন হোল্ডার, যুজবেন্দ্র চহাল, কুলদীপ সেন, রবিচন্দ্রন অশ্বিনরা তাই শুক্রবার ঘরের মাঠে ম্যাচে দলকে জয় এনে দিতে মরিয়া। তাঁদের লড়াই হবে শুভমন গিল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, হার্দিকদের সঙ্গে। অন্য দিকে রাজস্থানের ব্যাটিংয়ে অধিনায়ক সঞ্জু ছাড়াও আছেন জস বাটলার, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়াররা আছেন। শামি ছাড়াও তাঁদের সামলাতে হবে রশিদ খান, নুর আহমেদদের।

এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে রাজস্থানের সংগ্রহ ১০ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে হার্দিকদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে রয়েছেন সঞ্জুরা। তাই শুক্রবার জিতলেই আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসবেন তাঁরা। ঘরের মাঠে সেই সুযোগ নিশ্চিত ভাবেই হাতছাড়া করতে চাইবে না গত বারের রানার্সরা। সামনে যতই গত মরসুমের চ্যাম্পিয়নরা থাকুক।

আরও পড়ুন
Advertisement