IPL 2024

পঞ্জাব দলে নেই রাবাডা, দেশে ফিরে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার

টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বুধবারের ম্যাচের পর দেশে ফিরবেন জনি বেয়ারস্টো, স্যাম কারেনরাও। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা সেই কারণে দেশে ফিরে যাননি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছে রাবাডার চোট রয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২৪ ২২:২২
Kagiso Rabada

কাগিসো রাবাডা। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে ইংল্যান্ডের ক্রিকেটারেরা ইতিমধ্যেই দেশে ফিরতে শুরু করেছেন। ফিল সল্ট, জস বাটলার ফিরে গিয়েছেন। বুধবারের ম্যাচের পর ফিরবেন জনি বেয়ারস্টো, স্যাম কারেনরাও। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা সেই কারণে দেশে ফিরে যাননি। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছে রাবাডার চোট রয়েছে।

Advertisement

২৮ বছর বয়সি রাবাডা দেশে ফিরেছেন পায়ের চোট নিয়ে। বোর্ডের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণ আফ্রিকায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হচ্ছে রাবাডাকে। বোর্ডের চিকিৎসকদের নজরে থাকবেন তিনি।

আইপিএলে পঞ্জাব কিংস দলে ছিলেন রাবাডা। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় খেলবে দক্ষিণ আফ্রিকা। অনেকের মতে সেই কারণেই রাবাডাকে দেশে ডেকে পাঠানো হয়েছে। চোট খুব গুরুতর নয়। এমন কি বোর্ডের তরফে বলা হয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে সমস্যা নেই রাবাডার। হয়তো ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও খেলতে দেখা যাবে তাঁকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ খেলবে ৩ জুন।

আরও পড়ুন
Advertisement