MS Dhoni

ধোনির জন্য সমস্যায় জাডেজা, দর্শকদের ক্ষোভের মুখে পড়ছেন জাড্ডু

বড় সমস্যায় পড়েছেন রবীন্দ্র জাডেজা। দলের সিদ্ধান্তের কারণে ব্যাটিং অর্ডারে মাঝের দিকে নামছেন তিনি। কিন্তু সমর্থকেরা তা একেবারেই পছন্দ করছেন না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৩ ১২:০৯
dhoni and jadeja

ধোনির জন্য সমস্যায় পড়ছেন জাডেজা। ছবি: পিটিআই

বড় সমস্যায় পড়েছেন রবীন্দ্র জাডেজা। দলের সিদ্ধান্তের কারণে ব্যাটিং অর্ডারে মাঝের দিকে নামছেন তিনি। কিন্তু সমর্থকেরা তা একেবারেই পছন্দ করছেন না। তাঁরা মহেন্দ্র সিংহ ধোনিকে আগে ব্যাট করতে দেখতে চান। সে কারণে নাকি জাডেজা নামলেই সমর্থকেরা অপেক্ষা করছেন কখন তিনি আউট হবেন এবং ধোনি নামবেন।

বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়ে নিজেই এ কথা জানিয়েছেন জাডেজা। ম্যাচের সেরা হয়ে হাসতে হাসতে বলেছেন, “আমি সাত নম্বরে ব্যাট করতে নামলেই দর্শকেরা হতাশ হয়ে পড়ে। তখন সবাই মাহি ভাইয়ের নামে চিৎকার করতে থাকে। ভাবুন, আমি যদি উপরের দিকে ব্যাট করতে নামি তা হলে সবাই চাইবে আমি তাড়াতাড়ি যেন আউট হই। তা হলে মাহি ভাই ব্যাট করতে নামবে।”

Advertisement

দিল্লি ম্যাচে ধোনি ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। সেটা দলের ব্যাটিং ব্যর্থতার কারণেই ১৭তম ওভারে ব্যাট করতে নামেন। ১৯তম ওভারে খলিল আহমেদকে দু’টি পেল্লায় ছক্কা মারেন। ম্যাচটি জেতে চেন্নাই। ধোনি ব্যাট করতে নামার সময় তাঁকে ঘিরে চিপকের দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। ৪১ ডিগ্রি তাপমাত্রাতেও প্রচুর দর্শক চিপকে হাজির হয়েছিলেন ধোনির টানেই।

জাডেজা অবশ্য ব্যাটে-বলে নজর কেড়ে নিয়েছেন। ১৬ বলে ২১ রান যেমন করেছেন, তেমনই চার ওভারে ১৯ রান দিয়ে রিলি রুসোর মূল্যবান উইকেটটি তুলে নেন।

Advertisement
আরও পড়ুন