কেকেআরের প্রাক্তনী কি বিশ্বকাপ দলে ছবি পিটিআই
প্রথমে কলকাতা, তার পর হায়দরাবাদ। দল বদলালেও আগ্রাসী ক্রিকেট খেলা বদলাননি রাহুল ত্রিপাঠী। যে দলেই যান, তিনি ক্রমশ নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন। মাঝের সারিতে নেমে দলকে ভরসা জোগাচ্ছেন তিনি। ভারতীয় দলে তাঁর ঢোকার সম্ভাবনাও বাড়ছে। অনেকেই চাইছেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পান।
তবে নিজে এ নিয়ে ভেবে বেশি চাপে পড়তে রাজি নন ত্রিপাঠী। তিনি বরং নিজের কাজটাই ভাল ভাবে করে যেতে চান। হায়দরাবাদের পোস্ট করা এক ভিডিয়োয় বলেছেন, “দলের যে মুহূর্তে আমাকে দরকার, আমি সাহায্য করতে রাজি। আমি সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি। টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বুঝতে পারি, ছন্দ ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।”
"I'm a batsman who adapts to the role that the team requires at that moment". 🗣️🧡@tripathirahul52 opens up on his approach with the blade, and how he goes about being our top-order dasher. 🔥#OrangeArmy #ReadyToRise #TATAIPL pic.twitter.com/P2lNcQnxHg
— SunRisers Hyderabad (@SunRisers) May 7, 2022
এ মরসুমে পুরনো দল কলকাতার বিরুদ্ধে দলকে জিতিয়েছেন। রানও পাচ্ছেন ধারাবাহিক ভাবে। ইতিমধ্যেই ২৫০ রান করে ফেলেছেন। স্ট্রাইক রেটও অনেক ভাল। সেই প্রসঙ্গে ত্রিপাঠী বলেছেন, “ক্রিজে গিয়ে কী ভাবে স্কোরবোর্ড সচল রাখতে হবে সেই চেষ্টাই করে যাই। খুচরো রান, বাউন্ডারির সাহায্যে খেলায় প্রভাব ফেলার চেষ্টা করি।”