কলকাতা নাইট রাইডার্স দল। —ফাইল চিত্র।
ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে তারা। বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআরের প্রথম একাদশে কী কী বদল হতে পারে?
কলকাতার সম্ভাব্য প্রথম একাদশ:
ফিল সল্ট— প্রথম দু’টি ম্যাচে ভাল শুরু দিয়েছেন দলকে। তৃতীয় ম্যাচেও তিনিই কলকাতার ওপেনার হিসাবে ব্যাট করতে নামবেন।
সুনীল নারাইন— ভাল বল করার পাশাপাশি বেঙ্গালুরুর বিরুদ্ধে ওপেন করতে নেমে বিধ্বংসী ইনিংস খেলেছেন নারাইন। দিল্লির বিরুদ্ধেও তাঁকে একই দায়িত্ব দিতে পারে ম্যানেজমেন্ট।
বেঙ্কটেশ আয়ার— বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। পিঠে টান ধরলেও এখন তিনি পুরো সুস্থ। দিল্লির বিরুদ্ধে তিন নম্বরে তিনিই নামবেন।
শ্রেয়স আয়ার— বেঙ্গালুরুর বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন শ্রেয়স। দিল্লির বিরুদ্ধে তাঁর কাছে অধিনায়কের ইনিংস চাইছেন সমর্থকেরা।
নীতীশ রানা— আঙুলের চোটে আগের ম্যাচে খেলতে পারেননি। তাঁর চোট খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছিল ম্যানেজমেন্ট। দিল্লির বিরুদ্ধে প্রথম একাদশে ফিরতে পারেন তিনি।
রিঙ্কু সিংহ— কলকাতার নতুন ফিনিশার। এখনও পর্যন্ত অবশ্য বড় ইনিংস দেখা যায়নি তাঁর ব্যাটে। দিল্লির বিরুদ্ধে তিনিও খেলবেন।
রমনদীপ সিংহ— এই মরসুমে কেকেআর তাঁর উপর ভরসা রেখেছে। দিল্লির বিরুদ্ধেও প্রথম একাদশে জায়গা হবে তাঁর।
আন্দ্রে রাসেল— এ বার ফর্মে রয়েছেন। আগের ম্যাচে নামতে হয়নি। তবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন ক্ষেত্রেও দলকে ভরসা দেন রাসেল।
মিচেল স্টার্ক— এখনও পর্যন্ত একটিও উইকেট পাননি। দুই ম্যাচেই প্রচুর রান দিয়েছেন। দিল্লির বিরুদ্ধেও সুযোগ পাবেন স্টার্ক। কেকেআর সমর্থকেরা চাইবেন পুরনো স্টার্ককে দেখতে।
হর্ষিত রানা— দু’টি ম্যাচেই ভাল বল করেছেন। দিল্লির বিরুদ্ধে স্টার্কের সঙ্গে নতুন বল হাতে তাঁকেই দেখা যাবে।
বরুণ চক্রবর্তী— প্রথম দুই ম্যাচে খুব একটা ভাল করতে না পারলেও তাঁর উপর ভরসা আছে ম্যানেজমেন্টের। দিল্লির বিরুদ্ধেও খেলবেন তিনি।
সুযশ শর্মা (ইমপ্যাক্ট)— বেঙ্গালুরুর বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে জায়গা হয়েছিল অনুকূল রায়ের। দিল্লির বিরুদ্ধে তাঁর বদলে সুযশকে আবার ফেরানো হতে পারে।